সাদা চিতা বা সফেদ চিত্রক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ফুল

প্লামবাগিনাসি পরিবারের উদ্ভিদ

সাদা চিতা

বাংলা নাম: সফেদ চিত্রক, সাদা চিতা বৈজ্ঞানিক নাম: Plumbago zeylanica সমনাম: Plumbago scandens L. ইংরেজি নাম: Ceylon Leadwort. হিন্দি নাম: चित्रक Chitrak অসমীয়া নাম: বগা আগেচিতামনিপুরী নাম:  Telhidak angouba তামিল নাম: சித்திர மூலம் chittiramoolam Karimai ওড়িয়া নাম: অগ্নি
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants অবিন্যাসিত: Angiospermsঅবিন্যাসিত: Eudicotsঅবিন্যাসিত: Core eudicotsবর্গ: Caryophyllales পরিবার: Plumbaginaceae গণ: Plumbago প্রজাতি: Plumbago zeylanica

পরিচিতি: সাদা চিতা বা সফেদ চিত্রক হচ্ছে প্লামবাগিনাসি বা লেডওর্ট পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের প্রজাতি। এটি ঔষধি গুণসমৃদ্ধ একটি গুল্ম। এটির ভেষজ গুণাগুণ আছে। এটির শিকড় মাংসল এবং ভেষজ কাজে ব্যবহৃত হয়। এই উদ্ভিদের নির্যাস এডিশ এজিপ্টি মশার লার্ভার বিরুদ্ধে শক্তিশালী যদিও  মাছের ক্ষেত্রে বিষাক্ততা দেখা যায়নি।[১]

বিবরণ সফেদ চিত্রক প্রায় ৫০ সেমি উঁচু হয়।  পাতা ৫-৯×২.৫-৪ সেমি। ডালের মাথায় ১২.৫-২৮ মিমি লম্বা ডাঁটায় ফুলের ব্যস ১৭-৩৩ মিমি সাদা ফুল। এটির ডাঁটা চকচকে, ঊর্ধ্বগামী বা সোজা।

বিস্তৃতি: বাংলাদেশে জঙ্গলে পাওয়া যায়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি।

বিবিধ: Plumbago গণে ১০-২০টি প্রজাতি পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

* Plumbago indica, রক্ত চিতা

* Plumbago auriculata,

* Plumbago wissii,

তথ্যসূত্র:

১. Patil CD, Patil SV, Salunke BK, Salunkhe RB”Bioefficacy of Plumbago zeylanica (Plumbaginaceae) and Cestrum nocturnum (Solanaceae) plant extracts against Aedes aegypti (Diptera: Culicide) and nontarget fish Poecilia reticulata. Parasitol Res.” 2011 May;108(5):1253-63

2 thoughts on “সাদা চিতা বা সফেদ চিত্রক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ফুল”

  1. I like this article. Thanks a lot for the article. I think, this site is the best site for plants and animals. Wish you the best success.

    Reply

Leave a Comment

error: Content is protected !!