পরিচিতি: সাদা চিতা বা সফেদ চিত্রক হচ্ছে প্লামবাগিনাসি বা লেডওর্ট পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের প্রজাতি। এটি ঔষধি গুণসমৃদ্ধ একটি গুল্ম। এটির ভেষজ গুণাগুণ আছে। এটির শিকড় মাংসল এবং ভেষজ কাজে ব্যবহৃত হয়। এই উদ্ভিদের নির্যাস এডিশ এজিপ্টি মশার লার্ভার বিরুদ্ধে শক্তিশালী যদিও মাছের ক্ষেত্রে বিষাক্ততা দেখা যায়নি।[১]
বিবরণ সফেদ চিত্রক প্রায় ৫০ সেমি উঁচু হয়। পাতা ৫-৯×২.৫-৪ সেমি। ডালের মাথায় ১২.৫-২৮ মিমি লম্বা ডাঁটায় ফুলের ব্যস ১৭-৩৩ মিমি সাদা ফুল। এটির ডাঁটা চকচকে, ঊর্ধ্বগামী বা সোজা।
বিস্তৃতি: বাংলাদেশে জঙ্গলে পাওয়া যায়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি।
বিবিধ: Plumbago গণে ১০-২০টি প্রজাতি পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
* Plumbago indica, রক্ত চিতা
* Plumbago auriculata,
* Plumbago wissii,
তথ্যসূত্র:
১. Patil CD, Patil SV, Salunke BK, Salunkhe RB”Bioefficacy of Plumbago zeylanica (Plumbaginaceae) and Cestrum nocturnum (Solanaceae) plant extracts against Aedes aegypti (Diptera: Culicide) and nontarget fish Poecilia reticulata. Parasitol Res.” 2011 May;108(5):1253-63
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।
I like this article. Thanks a lot for the article. I think, this site is the best site for plants and animals. Wish you the best success.
Though the article is short, but it is helpful for the readers.