হলুদ লাপছো বা হলুদ পোউ মধ্য ও দক্ষিণ আমেরিকার সপুষ্পক দৃষ্টিনন্দন বৃক্ষ

আলংকারিক ফুলের প্রজাতি

হলুদ লাপছো

হলুদ লাপছো, হলুদ পোউ
বৈজ্ঞানিক নাম: Handroanthus serratifolius; সমনাম: Bignonia serratifolia Vahl; Tecoma serratifolia (Vahl) G.Don; Handroanthus araliaceus (Cham.) Mattos
সাধারণ নাম: Yellow Lapacho, Pau D’arco , Yellow Poui, Yellow Ipe, Pau D’arco Amarelo বাংলা নাম: হলুদ লাপছো
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae; বিভাগ: Angiosperms; অবিন্যাসিত: Eudicots; অবিন্যাসিত: Asterids; বর্গ: Lamiales; পরিবার: Bignoniaceae; গণ: Handroanthus; প্রজাতি: Handroanthus serratifolius (Vahl) S.O. Grose

পরিচিতি: হলুদ লাপছো বা হলুদ পোউ (বৈজ্ঞানিক নাম: Handroanthus serratifolius) হচ্ছে বিগ্নোনিয়াসি পরিবারের একটি সপুষ্পক দৃষ্টিনন্দন বৃক্ষ। এই গাছ অনেক বড় হয় এটি বনভূমি এবং বাগানের বা ফার্মের প্রজাতি হিসেবে এখন পরিচিত।

বিবরণ: এদের ফুল ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে ফোটে। ফুলের কুড়ি আসার ঠিক আগেরদিন সব পুরনো পাতা ঝরে যায়। একদিনের মধ্যেই কুড়ি গুলো পূর্নাঙ্গ ভাবে ফুটন্ত ফুলে পরিনত হয়। গাছের দিকে তাকালে চোখে পড়বে শুধুই ফুল আর ফুল। বছরের অন্যান্য সময়ে গাছে সবুজ পাতায় আচ্ছন্ন থাকে।

এটি ১৫০ ফুট (৪৬ মিটার) লম্বা পর্যন্ত ক্রমবর্ধমান ক্রান্তীয় বনভূমির বৃহত্তম এবং শক্তিশালীতম একটি গাছের মধ্যে অন্যতম। এটি ভিত্তিটি ৪-৭ ফুট (১.২-২.১ মিটার) ব্যাসে হতে পারে। এটা একটি গুরুতর শক্ত কাঠ এবং আগুন এবং কীটপতঙ্গ প্রতিরোধের জন্য বিখ্যাত। ফলে বাণিজ্যিক খামারে এটি লোহাকাঠ হিসেবে ব্যবসা করা হয়।

বিস্তৃতি: বাংলাদেশে ঢাকার সাভারে সাভার ডেন্ড্রোরিয়ামে এই গাছ আছে। ময়মনসিং বোটানিক্যাল এবং ময়মনসিংহ বন বিভাগের কার্যালয়ে এই গাছ আছে।  এটি মধ্য ও দক্ষিণ আমেরিকার বনভূমির একটি স্থানীয় প্রজাতি। এই উদ্ভিদ জন্মায় ব্রাজিলে, ফরাসি গুয়ানা, বলিভিয়া, প্যারাগুয়ে এবং উত্তর আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছেছে।

Leave a Comment

error: Content is protected !!