পরিবারের নাম: MORACEAE Link (1831)
বাংলা নাম: তুঁত,
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants
উপরাজ্য: Angiosperms
বিভাগ: Eudicots
শ্রেণী: Rosids
বর্গ: Rosales
পরিবার: Moraceae
বর্ণনা: মোরাসি হচ্ছে উদ্ভিদের একটি পরিবার বা গোত্র। এরা বৃক্ষ, গুল্ম, ভাইন অথবা কদাচিৎ বীরুৎ, অধিকাংশক্ষেত্রেই দুগ্ধবৎ বা পানিবৎ তরুক্ষীর বর্তমান, কখনও কন্টকিত। পাতা সরল, কদাচিৎ যৌগিক, একান্তর, কদাচিৎ প্রতিমুখ, অণুপর্ণী, উপপত্র অধিকাংশক্ষেত্রে আশুপাতী, ফলক বৃন্তক, পত্রবৃন্ত প্রায়ক্ষেত্রেই বর্তমান এবং সুগঠিত, পত্রফলক সরল, কখনও কখনও সিষ্টোলিথ (cystolith) বিশিষ্ট, কিনারা অখন্ড অথবা করতলাকারে খন্ডিত, শিরাবিন্যাস পক্ষল বা করতলাকার। পুষ্পমঞ্জরী কাক্ষিক, অধিকাংশক্ষেত্রে জোড়বদ্ধ, অনিয়তাকার পুষ্পবিন্যাসবিশিষ্ট, স্তবক, মুন্ডাকার বা কদাচিৎ নিয়ত পুষ্পবিন্যাসবিশিষ্ট, কখনও ডুমুর বা উদুম্বর পুষ্প সম্পূর্ণভাবে একটি ফাঁপা পুষ্পধার কর্তৃক আবৃত। পুষ্প একলিঙ্গী (উদ্ভিদ সহবাসী বা ভিন্নবাসী), ক্ষুদ্র থেকে অতিক্ষুদ্র। বৃতির খন্ডাংশ ২-৪টি, মুক্ত বা যমক, প্রান্তআচ্ছাদী বা প্রান্তস্পর্শী। দলমন্ডল অনুপস্থিত। পুং পুষ্পের পুংকেশর বৃতির খন্ডের সমান এবং প্রতিমুখ (Artocarpus এর ক্ষেত্রে ব্যতিক্রম), মুকুল অবস্থায় সোজা বা অধোমুখী, পরাগধানী ১ বা ২-প্রকোষ্ঠীয়, অর্ধচন্দ্রাকৃতি থেকে মোচাকৃতি, বন্ধ্যা গর্ভকেশর (লুপ্তপ্রায় বন্ধ্যা গর্ভকেশর) প্রায়ক্ষেত্রে বর্তমান। স্ত্রী পুষ্পের বৃতি ৪টি খন্ডকবিশিষ্ট, গর্ভাশয় অধিগর্ভ, অর্ধ অধোগর্ভ, বা অধোগর্ভ, ১ বা ২-প্রকোষ্ঠীয়, প্রতি প্রকোষ্ঠে ডিম্বক ১টি, অধোমুখ বা বক্রমুখ বিশিষ্ট, গর্ভদন্ডের শাখা ১ বা ২টি, গর্ভমুণ্ড সচরাচর সূত্রাকার। ফল ড্রুপ বা অ্যাকিন, একটি প্রলম্বিত বৃতি কর্তৃক আবৃত বা একটি সরস পুষ্পধারে নিমজ্জিত, প্রায়ক্ষেত্রেই অনেকগুলো ফল একত্রিত হয়ে একটি পুঞ্জীভূত ফল (syncarp) গঠন করে। বীজ একক, সস্য উপস্থিত বা অনুপস্থিত।
Moraceae গোত্রটি প্রায় ৪০টি গণ এবং প্রায় ১০০০টি প্রজাতি নিয়ে গঠিত, গ্রীষ্মমন্ডল এবং অর্ধ গ্রীষ্মমন্ডলে ব্যাপক বিস্তৃত। বাংলাদেশ ইহার ৭টি গণভুক্ত ৫৮টি প্রজাতি পাওয়া যায়।
তথ্যসূত্র:
১. এম এ হাসান, (আগস্ট ২০০৯)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”। আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ৯ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৯৭। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।