ফাইলান্থুস হচ্ছে ফাইলান্থাসি পরিবারের একটি গণ

উদ্ভিদের গণ

ফাইলান্থুস

গণের বৈজ্ঞানিক নাম: Phyllanthus. (ফাইলান্থুস)
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস 
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Flowering plant শ্রেণী: Magnoliopsida বর্গ: Malpighiales পরিবার: Phyllanthaceae গোত্র: Phyllantheae উপগোত্র: Phyllanthaceae গণ: Phyllanthus

বিবরণ: ফাইলান্থুস হচ্ছে ফাইলান্থায়ি পরিবারের একটি গণের নাম। এই একটি বৈচিত্রপূর্ণ উদ্ভিদের গণ; যাতে আছে বৃক্ষ, গুল্ম বা বীরুৎ, লতা সহবাসী বা ভিন্নবাসী। যাদের পাতা সরল, একান্তর, অখন্ড, পশিরাল, সোপপত্রিক। পুষ্প বিন্যাস কাক্ষিক, সাইমোস, গুচ্ছবদ্ধ বা একল। পুষ্প সাধারণত পেয়ালাকার, পুংকেশর ২-৬টি, পুংদন্ড মুক্ত বা যুক্ত, পরাগধানী ২ কোষী, বহির্মুখী লম্বা বা অনুদৈর্ঘ্য বিদারী।

স্ত্রী পুষ্প: বৃত্যংশ পুংপুষ্পের বৃত্যংশের সমান বা বেশি, চাকতি বলয়াকার বা কলসির ন্যায় আকার বিশিষ্ট, গর্ভাশয় সাধারণ ৩ কোষী, কদাচিৎ ৪-১২ কোষী, মসৃণ বা অমসৃণ, প্রতিকোষে ডিম্বক ২টি, গর্ভদন্ড। ৩-১২টি, প্রসারিত বা বক্র।

বিভিন্ন পতঙ্গের দ্বারা সক্রিয়ভাবে ফুল থেকে ফুলে পরাগায়িত হয়। এই গণের প্রজাতির বেশিরভাগ বীজ থেকেই বংশ বিস্তার হয়। ফাইলান্থুস গণটি ছোট ও অল্প কিছু প্রজাতি অন্তুর্ভুক্ত। এই গণের প্রজাতিগুলো পৃথিবীর সমস্ত গ্রীষ্মমন্ডলীয় এবং উপনিবেশীয় অঞ্চলে বিস্তৃত হয়েছে।

ফল: ফাইলান্থুস গণের ফল ক্যাপসিউল বা বেরি, গোলাকার, মসৃণ বা অমৃসণ। বীজ ত্রিকোণাকার, মসৃণ বা খোদাইকরা বা রেখাযুক্ত। এই গণের একটি প্রজাতির নাম অড়বড়ই

তথ্যসূত্র:

১. রহমান, এম অলিউর (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪৭৩। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!