ডিয়োসপিরোস এবিনাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণ

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

জগৎ/রাজ্য: Plantae – Plants

 শ্রেণী: Eudicots

উপশ্রেণি: Asterids

বর্গ:  Ericales

পরিবার: Ebenaceae

গণ: Diospyros L., Sp. Pl.: 1057 (1753).

বর্ণনা: ডিয়োসপিরোস এবিনাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণ। এরা বৃক্ষ, কদাচিৎ গুল্ম। পত্র একান্তর বা অর্ধপ্রতিমুখ, অখন্ড। পুষ্প সাদা বা হলুদ, সাধারণত একলিঙ্গ, কখনও মিশ্রবাসী, অক্ষীয় সাইম বা পুরাতন শাখায় বিন্যস্ত, স্ত্রীপুষ্প সাধারণত একল। বৃতি গভীর ভাবে ৩-৫ খন্ডিত, কদাচিৎ কর্তিতাগ্র। দলমন্ডল ৩-৫ খন্ডিত, বহির্ভাগ মোটামুটি রোমশ।

পুংপুষ্প: পুংকেশর ৩-বহু, মুক্ত, পরাগধানী পিদলগ্ন, ২-প্রকোষ্ঠী, অনুদৈর্ঘ্য বিদারী। স্ত্রীপুষ্প: গর্ভাশয় অধিগর্ভ, ২-১৬ প্রকোষ্ঠী, প্রতি প্রকোষ্ঠে ডিম্বক ১-২টি দোলকী, গর্ভদন্ড ১-৫ টি, গর্ভমুন্ড ১-৪ টি, বন্ধ্যা পুংকেশর ০-১৬ টি। ফল গোলাকার, অবিদারী, রসালো, শুষ্ক বা কাষ্ঠল, ১-বহুবীজী। বীজ চাপা, সস্য চর্বিতের ন্যায় বা মসৃণ।

বাংলাদেশে এই গণে ১০ টি প্রজাতি আছে।

তথ্যসূত্র:

১. এম আহসান হাবীব, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৬২। আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  মিরাবিলিস নিকটাগিনাসি পরিবারের একটি গণ

Leave a Comment

error: Content is protected !!