বাংলাদেশের বিলুপ্ত পাখি হচ্ছে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া পাখি

বাংলাদেশের বিলুপ্ত পাখি হচ্ছে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রায় ৩৯ প্রজাতির পাখির তালিকা। কালের বিবর্তনে পাখির অনেক প্রজাতিই আজ বাংলাদেশ ও বিশ্ব থেকে বিলুপ্ত। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত উদ্ভিদ ও প্রাণি জ্ঞানকোষে বাংলাদেশে ৩০ প্রজাতির পাখিকে বিলুপ্ত পাখির তালিকায় রাখা হয়েছে। এদেশে আগে যত পাখি ছিল তার একটি প্রজাতি -গোলাপি হাঁস- পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে গেছে। আরও ২৯ প্রজাতির পাখি অতীতে বাংলাদেশে ছিল, এখন নেই, যদিও তারা বিলুপ্ত হয়নি, অন্য দেশে টিকে আছে। যদিও সেই বিলুপ্ত ৩০ প্রজাতির পাখির কোনো তালিকা উদ্ভিদ ও প্রাণি জ্ঞানকোষে উল্লেখ করা হয়নি। একটি কথা উল্লেখ করা খুবই সংগত হবে যে The IUCN Red List of Threatened Species ২০১৫ সালে ঢাকা থেকে যে বই প্রকাশ করে তাতে ১৯ প্রজাতির পাখি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে বলে উল্লেখ করেছে।[১] 

বাংলাদেশে বিলুপ্ত পাখির তালিকাঃ বাংলাদেশ থেকে ৩০ প্রজাতির পাখিসহ আরো ০৯ প্রজাতির অর্থাৎ মোট ৩৯ প্রজাতির পাখিকে আমি [অনুপ সাদি] বাংলাদেশের বিলুপ্ত পাখির তালিকায় উল্লেখ করছি। বাংলাদেশের বিলুপ্ত পাখির এই তালিকা নিচে প্রদান করা হলো যা বহুবার সংশোধনের অপেক্ষায় আছে। 

০০১. বাদা তিতির, Swamp Francolin, Francolinus gularis,

০০২. মেটে তিতির, Grey Francolin, Francolinus chinensis,

০৩. দেশি ময়ুর, Indian peafowl, Pavo cristatus,

০৪. সবুজ ময়ুর, Green peafowl, Pavo muticus,

০৫. বাদি হাঁস, White-winged Duck, Cairina scutulata,

০৬. গোলাপি হাঁস, Pink-Headed Duck, Rhodonessa caryophyllacea,

০৭. ছোট নাটাবটের, Kurrichane Buttonquail, Turnix sylvatica,

০৮. দেশি মেটেধনেশ, Indian Grey Hornbill, Ocyceros birostris, 

০৯. মেটে মালকোআ, Sirkeer Malkoha, Phaenicophaeus leschenaultii, 

১০. মেটেমাথা টিয়া, Grey-Headed Parakeet, Psittacula finchii,  

১১. বাংলা ডাহর, Bengal Florican, Houbaropsis bengalensis, 

১২. পাতি ডাহর, Lesser Florican, Sypheotides indicus,

১৩. দেশি সারস, Sarus Crane, Grus antigone,

১৪. পাতি সারস, Common Crane, Grus grus,

১৫. ডেমোজিল সারস, Demoiselle Crane, Anthropoides virgo,

১৬. খয়রা ঝিল্লি, Brown Bush-hen, Amaurornis akool,

১৭. ধলা শকুন, Egyptian Vulture, Neophron percnopterus,

১৮. হিমালয়ী গৃধিনী, Himalayan Vulture, Gyps himalayensis,

১৯. সরুঠুঁটি শকুন, Slender-billed Vulture, Gyps tenuirostris,

২০. কালা শকুন, Cinereous Vulture, Aegypius monachus,

২১. রাজ শকুন, Red-headed Vulture, Sarcogyps calvus,

২২. ধলাপেট বক, White-bellied Heron, Ardea insignes,

২৩. কালা কাস্তেচরা, Red- naped Ibis, Pseudibis papillosa,

২৪. বড়ধলা গগণবেড়, Great White Pelican, Pelecanus onocrotalus,

২৫. চিতিঠুঁটি গগণবেড়, Spot-billed Pelican, Pelecanus philippensis,

২৬. কালাগলা মানিকজোড়, Black-necked Stork, Ephippiorhynchus asiaticus,

২৭. বড় মদনটাক, Greater Adjutant, Leptoptilos dubais,

২৮. ল্যাঞ্জা মোটাঠুটি, Long-tailed Broadbill, Psarisomus dalhousiae,

২৯. তামাপিঠ লাটোরা, Bay-backed Shrike, Lanius vittatus,

৩০. দাগিলেজ গাছআঁচড়া, Bar-tailed Treecreeper, Certhia himalayana,  

আরো পড়ুন:  Diversity of the Medicinal Plants of Bangladesh.

৩১. লালতলা প্রিনা, Rufous-vented Prinia, Prinia burnesii,

৩২. শতদাগি ঘাসপাখি, Bristled Grassbird, Chaetornis striatua,

৩৩. বাদা ছাতারে, Marsh Babbler, Pellorneum palustre,

৩৪. লালমুখ দাগিডানা, Rusty-fronted Barwing, Actinodura egertoni,

৩৫. কালাবুক টিয়াঠুঁটি, Black-breasted Parrotbill, Paradoxornis flavirostris,

৩৬. তিলাবুক টিয়াঠুঁটি, Spot-breasted Parrotbill, Paradoxornis guttaticollis

৩৭. লাললেজ মৌটুসি, Fire-tailed Sunbird, Aethopyga ignicauda,

৩৮. লম্বাঠোঁট তুলিকা, Long-billed Pipit, Anthus similis  এবং 

৩৯. গেছো তুলিকা, Tree Pipit, Anthus trivialis.

তথ্যসূত্র:

১. Enam Ul Haque, Lead Assessor, Red List of Bangladesh, Volume 3: Birds, IUCN, International Union for Conservation of Nature, Bangladesh Country Office, 2015. p. 32.

Leave a Comment

error: Content is protected !!