বোগেনভিলিয়া নিকটাগিনাসি পরিবারের আলংকারিক উদ্ভিদ একটি গণ

ভূমিকা: বোগেনভিলিয়া হচ্ছে নিকটাগিনাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এরা সাধারণত গুল্ম অথবা বৃহদাকার আরোহী লতা। এরা সচরাচর বক্র বা সোজা কাঁটাবিশিষ্ট হয়। এদের পাতা সরল, একান্তর, বৃন্তক।

বৈজ্ঞানিক নাম: Bougainvillea. জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Edicots বর্গ: Caryophyllales   পরিবার: Nyctaginaceae   গণ: Bougainvillea  

বিবরণ:

পুষ্পমঞ্জরী দূরবর্তী কাক্ষিক, যৌগিক মঞ্জরী সদৃশ, ৩টি পুষ্পবিশিষ্ট নিয়তাকার পুষ্পমঞ্জরী, মঞ্জরী পত্রিকা স্থায়ী, কখনও উজ্জ্বল বর্ণবিশিষ্ট, ডিম্বাকার মঞ্জরীপত্রিকা পুষ্পবৃন্তিকালগ্ন, পুষ্প উভলিঙ্গ। পুষ্পপুটগুলো যুক্ত, অগ্রভাগ গোলাপী বা কমলা, চুঙ্গি আকার, ৫ থেকে ৬ খন্ডিত, খন্ডকগুলো খর্ব।

পুংকেশর ৪ থেকে ১০টি, অসমান, পুংদন্ডগুলো পাদদেশে কিঞ্চিৎ যুক্ত। গর্ভাশয় মুলাকৃতি, বৃন্তক, গর্ভদন্ড পার্শ্বীয়, খর্বাকার রৈখিক, গর্ভমুণ্ড সুক্ষ্মখন্ডিত। ফল বেলনাকার বা মূষলাকার, ৫টি উত্তোলিত শিরাবিশিষ্ট, ফলত্বক চর্ম মতো। বীজের ভ্রুণ বক্র, বীজপত্র সংবর্ত, সস্যাবর্তী।

বাগান বিলাস দক্ষিণ আমেরিকার প্রজাতি। এর ৪টি প্রজাতি B. glabra, B. spectabilis, B. peruvidua, B. buttiana এবং এগুলির সংকরজাত প্রকারভেদ বাগানের শোভা বাড়ায়। কাটাযুক্ত কাষ্ঠলতা, বড় ঝাড়, কোনো কোনো প্রকারভেদের বাগান বিলাস পত্রমোচী ও ফুলের ছোট। কোনোটি শুধুই শীত ও বসন্তে ফুল, কোনোটিকে সারা বছরই কিছু কিছু ফুল থাকে। অজস্র প্রকারভেদ। এর প্রজাতি শনাক্ত করা কঠিন। মোটামুটি বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ :

বুটিয়ানা:

কচি ডাল রোমশ, পরে মসৃণ। কাটা মাঝারি, ১.৫ সেমি পর্যন্ত লম্বা। পাতা চওড়া-ডিম্বাকার বা তাম্বুলাকার। ব্রাক্ট আকারে ছোট ও আশুপাতী। ফুলের দলনল মাঝখানে চাপা। অধিকাংশ ডাবল ভ্যারাইটি এই প্রজাতিভুক্ত।

পেরুভিয়ানা :

কাঁটা (কচি) সোজা। পরে বাঁকা হয়ে যায়। পাতা চওড়া-ডিম্বাকার, মসৃণ বা সামান্য রোমশ, গোড়া কীলকাকৃতি, ৩.৫ সেমি লম্বা, আগা ভোতা! দননল লম্বা, আগায় ১০টি লতি। একই গাছে বেগুনি ও সাদা রঙের দৃষ্টিনন্দন ব্রাক্টের বাগানবিলাস (মেরি পামার) এই দলভুক্ত। পাতা হলুদ ও সবুজে চিত্রবিচিত্রও হতে পারে।

গ্লাবরা :

ডাল ও পাতা মসৃণ। কাটা আকারে ছোট ও সোজা। পাতা ভল্লাকার বা আয়তকার। ফুলের দলনল মাঝখানে চাপা, মুখে ৫ লতি।।

স্পেক্টাবিলিস :

শীতে নিষ্পত্র, লম্বা ও ঝুলন্ত ডালে অজস্র ফুল। অত্যন্ত আকর্ষী। কচি ডাল ও পাতা রোমশ। পাতা ডিম্বাকার, দুপিঠই রোমশ। ব্রাক্ট ৩৫ x ৩ সেমি।[২]

বোগেনভিলিয়া গণে মোট ৪ থেকে ১৮টি প্রজাতি আছে। বাংলাদেশে পাওয়া যায় দুটি প্রজাতি, সেগুলো হচ্ছে বড় বাগানবিলাস (বৈজ্ঞানিক নাম: Bougainvillea spectabilis) ও ছোট বাগানবিলাস (বৈজ্ঞানিক নাম: Bougainvillea glabra)।

তথ্যসূত্র:

১. রহমান, এম অলিউর (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩১৮। আইএসবিএন 984-30000-0286-0

২. দ্বিজেন শর্মা লেখক; বাংলা একাডেমী ; ফুলগুলি যেন কথা; মে ১৯৮৮; পৃষ্ঠা- ৭৬, আইএসবিএন ৯৮৪-০৭-৪৪১২-৭

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Andrey Korzun

আরো পড়ুন:  এন্টিডেসমা ক্রান্তিয় অঞ্চলের ফলজ ও ভেষজ প্রজাতির গণের নাম

Leave a Comment

error: Content is protected !!