বিবরণ: টারমিনালিয়া কমব্রেটাসি পরিবারের একটি গণের নাম। এরা পর্ণমোচী বা অর্ধচিরহরিৎ বৃক্ষ। এদের দেহকান্ড অধিমূলযুক্ত। পত্র একান্তর, অর্ধ-প্রতিমুখ বা সর্পিলাকারে বিন্যস্ত, প্রায়শ ক্ষুদ্র শাখার প্রান্তে সমাকীর্ণ, প্রান্ত অখণ্ড বা সামান্য গোলাকার দন্ত যুক্ত, রোমশ বা মসৃণ, প্রায়শ ক্ষুদ্র আঁচিলযুক্ত, বৃন্ত বা অঙ্কীয় তলের মধ্যশিরায় মূলীয় অংশে ১ জোড়া গ্রন্থি বিদ্যমান।
এদের পুষ্প বিন্যাস স্পাইক, রেসিম বা প্যানিকেল, অক্ষীয় স্পাইকে পুংপুষ্প ওপরের দিকে এবং উভলিঙ্গ পুষ্প নিচের দিকে জন্মে। পুষ্প সাদা, হলুদ বা হলদে সবুজ, বহুপ্রতিসম, পঞ্চাংশক কদাচিৎ চতুরাংশক, পেয়ালাকৃতি, প্রায়শ পুতিগন্ধ যুক্ত।
এদের বৃত্যংশ ৫টি, যুক্ত, ঘন্টাকার, মসৃণ বা রােমশ, খন্ড প্রান্তস্পর্শী, ত্রিকোনাকার, পর্ণমােচী। পুংকেশর ১০টি, বৃত্যংশ লগ্ন, সূত্রাকার, বহির্মুখী, পরাগধানী পৃষ্ঠলগ্ন, সর্বমুখ। গর্ভাশয় ১ কোষী, গর্ভদন্ড লম্বা, সরল, মুক্ত, চাকতি ঘন রােমশ, গর্ভশীর্ষপুষ্পী, ডিম্বক ২টি, কদাচিৎ ৩টি, দোলকী।
এদের ফল ড্রুপ বা কোণাকৃতি বা ২-৫ টি পক্ষল নাট, ডিম্বাকার বা পরিবর্তনশীল আকার আকৃতি বিশিষ্ট, অবিদারী, চর্মবৎ। বীজ একল।
এই গণে বাংলাদেশে মোট প্রজাতি আছে ৯টি। সেগুলো হলো ১. আসাল (Terminalia alata), ২. অর্জুন, ৩. বহেড়া, ৪. কাঠবাদাম ৫. হরিতকী প্রভৃতি।
তথ্যসূত্র:
১. এম কে মিয়া (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৪৭-২৪৮। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।