আঁখি দুটি ঝরে হায় একা জেগে থাকি

আঁখি দুটি ঝরে হায় একা জেগে থাকি,

রুধিরে রাঙানো আমি তির বেঁধা পাখি

‘কোথায় সে প্রিয়’ ঝরা মালা কেঁদে কয়,

‘যারে দিনু সব কিছু সে কি মোর নয়, হায় এ কী পরাজয়।’

হাসির আড়ালে মোর বেদনা যে ঢাকি।।

পল্লবে জাগে ওই মর্মর সুর—

যে প্রিয় ছিল কাছে সে তো হল দূর,

বাসর জাগায়ে তারে আজও পিছু ডাকি।।

এই বাঁশি আজ ভুলে গেছে গান,

অনুরাগ হল তাই যেন অভিমান—

নিভে গেছে দীপ তবু রাত আছে বাকি।।

কথা : গৌরীপ্রসন্ন মজুমদার

সুর : শিল্পী

শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  বিশ শতকের বিখ্যাত কবি শ্যামল গুপ্তের অনেকগুলো জনপ্রিয় আধুনিক বাংলা গান

Leave a Comment

error: Content is protected !!