আমার গানের স্বরলিপি লেখা রবে পান্থপাখির কুজন কাকলি ঘিরে

আমার গানের স্বরলিপি লেখা রবে পান্থপাখির কুজন কাকলি ঘিরে হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি মাঝারি আকারের ১৭ লাইনের একটি বাংলা প্রেমের গান। গানটি সুর করেছিলেন নচিকেতা ঘোষ এবং গানটি প্রথম রেকর্ডিংয়ে গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।

গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের একটি উত্তীর্ণ গীতিকবিতা। গৌরীপ্রসন্ন মজুমদারের এই গানটিতে আধুনিক বাংলা প্রেমের গানের প্রধান বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। প্রেম, বিরহ, প্রকৃতি, সুরেলা আবেশ, সমর্পণ মিলিয়ে গানটি রোমান্টিকতার এক চূড়ান্ত রূপ। যদিও এই গানে সেই পুরনো উপমা ও রূপকগুলোকে একটু আলাদা ভাবে ফুল পাখি চাঁদের পরিবর্তে ভ্রমর, পান্থপাখি, বাঁশির সুরে আনা হয়েছে।

গানটি শিশির চক্রবর্তী সংকলিত পত্রভারতী কলকাতা প্রকাশিত দ্বিতীয় মুদ্রণ ডিসেম্বর ২০১৮পাঁচদশকের আধুনিক বাংলা গানের গীতবিতান এ শুধু গানের দিন গ্রন্থের ৩৯৮ পৃষ্ঠায় প্রকাশিত রয়েছে। সুধীর চক্রবর্তী তার সম্পাদনায় প্যাপিরাস কলকাতা থেকে ১ বৈশাখ ১৩৯৪ তারিখে প্রকাশিত আধুনিক বাংলা গান গ্রন্থের ১৬১ পৃষ্ঠায় গানটিকে সংকলিত করেছিলেন। রোদ্দুরে ডট কম গানটি প্রকাশ করতে পেরে আনন্দিত।

আমার গানের স্বরলিপি গানের কথা

আমার গানের স্বরলিপি লেখা রবে
আমার গানের স্বরলিপি লেখা রবে
পান্থপাখির কুজন কাকলি ঘিরে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে।।

অশ্বথের ছায়ে মাঠের প্রান্তে দূরে
রাখালী বাঁশির বেজে বেজে ওঠা সুরে
আমার এ গান খোঁজ তুমি তারই মীড়ে
ঝরা পাতাদের মর্মর ধ্বনি মাঝে
কান পেতে শোনো অশ্রুত সুরে মোর এই গান বাজে!

পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে
ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে
আমার এ গান খোঁজো তুমি তারই মীড়ে।।

2 thoughts on “আমার গানের স্বরলিপি লেখা রবে পান্থপাখির কুজন কাকলি ঘিরে”

  1. গানের কথায় ভুল আছে, একটু দেখে শুদ্ধ শুদ্ধপাঠ দিন।

    Reply
    • অনেক ধন্যবাদ মনোযোগ আকর্ষণের জন্য। শুদ্ধ রূপ দেয়া হলো।

      Reply

Leave a Comment

error: Content is protected !!