আমার শান্তির গৃহ, সুখের স্বপনরে…. দরদী কে দিল ভাঙিয়া হচ্ছে হেমাঙ্গ বিশ্বাসের লেখা একটি আধুনিক বাংলা গণসংগীত। গানটি মাঝারি আকারের ২১ লাইনের একটি বাংলা গণসংগীত। গানটি সুর করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস নিজেই এবং তিনিই গেয়েছিলেন।
গানটি হেমাঙ্গ বিশ্বাসের একটি জনপ্রিয় গণসংগীত এবং এটি এই গানটিতে মুর্শিদের কাছে বা দরদীর কাছে অভাব সংক্রান্ত অভিযোগ করা হয়েছে। কাহিনী আকারে গায়ক তার অভাব তার সহানুভূতিশীল দরদীর কাছে উপস্থাপন করছেন। গানটি লোকসংগীতের জনপ্রিয় সুরে, মূলত ভাটিয়ালি সুরে গাওয়া হয়েছে। গানটির কথা এবং গানটিকে রোদ্দুরে ডট কম আপনাদের কাছে উপস্থাপন করতে পেরে আনন্দিত।
‘আমার শান্তির গৃহ, সুখের স্বপনরে’ গানের কথা
আমার শান্তির গৃহ, সুখের স্বপনরে…. দরদী কে দিল ভাঙিয়া
মন কান্দেরে পদ্মার চরের লাইগ্যা ..
মন কান্দেরে পদ্মার চরের লাইগ্যা দরদীরে,
মন কান্দে পদ্মার পাড়ের লাইগ্যা।।
পানীত কান্দে, পানী খাউরি, শুকনাত কান্দে টিয়া
আমার অভাইগ্যার অন্তর কান্দেরে .. পোড়া দেশের লাগিয়া।।
মন কান্দেরে পদ্মার চরের লাইগ্যা ..
দরদীরে, আমার আমগাছে ধরেনি মুকুল
আমার ঝিঙা মাচায় ফোটেনি ফুল…
আয়নি বকুল তলায় …. আউল্যা চুলে সন্ধ্যা নামিয়া
গহীন রাইতে একলা ডালেরে
দুঃখিনী ডাকেনি পাপিয়া।। …
মন কান্দেরে পদ্মার চরের লাইগ্যা ..
কার্তিক মাসে বুকে ক্ষীর, ক্ষেতের ধানে ধানে
অঘ্রানে রান্ধুনী পাগল নয়া ভাতের আঘ্রাণে ; ক্ষেতের ধানে ধানে
দরদীরে আশ্বিন মাসে কত খুশীতে
ভাইধন আইতো নাইঅর নিতে
ভরা গাঙে রঙিলা নাও বাইয়া ;
কূলে আমার লক্ষীন্দর… বিষে অঙ্গ জরজর
আমি বেহুলা চলেছি ভেলায় ভাসিয়া দরদীরে।।
মন কান্দেরে পদ্মার চরের লাইগ্যা…
গানটি ইউটিউবে শুনুন এবং চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে জন্ম নেয়া হেমাঙ্গ বিশ্বাস বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা। তিনি একজন বাঙালি সঙ্গীতশিল্পী, কবি, লেখক এবং সুরকার। মূলত লোকসঙ্গীতকে ভিত্তি করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান বাঙালির ইতিহাসে অবিস্মরণীয়। “হেমাঙ্গ বিশ্বাসের গান” এবং “শঙ্খচিলের গান” তাঁর গানের দুটি সঙ্কলন।