আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
আজ ওই চোখে সাগরের নীল—
আমি তাই কি গান গাই কি
বুঝি মনে মনে হয়ে গেল মিল।

কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা,
না- বলা কথায় থর থর অধর কাঁপা—
তাই কি আকাশ হল আজ
আলোয় আলোয় ঝিলমিল।।

এই যেন নই গো প্রথম—
তোমায় যে কত দেখেছি,
স্বপনেরও তুলি দিয়ে তাই
তোমার সে ছবি এঁকেছি।

মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা,
যেন এই হৃদয় রামধনু খুশিতে মাখা—
তাই কি গানের সুরে আজ
ভরে আমার এ নিখিল।।

কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর: শিল্পী
শিল্পী: শ্যামল মিত্র
ছবি: দেয়া নেয়া

Leave a Comment

error: Content is protected !!