আর কতকাল, বলো কতকাল
সইব এ মৃত্যু অপমান — এ আর সহে না।
শহর বন্দরে, চাষীর কুটিরে
নরখাদক দলের অভিযান — এ আর সহে না।
কমলাপুর শহীদ ডাকে — আয় রে, আয় আয় রে
ভোঙ্গাজোড়ার শহীদ সুরেন — তোদের পানে চায় রে, চায় রে
চন্দনপিঁড়ির সরোজিনী, অহল্যা মা
তাদের খুনের তর্পণ হ’ল না — এ আর সহে না।
সুন্দরবনের জঙ্গল কেটে ফলালো যে সোনা
তার মা-বোনের রক্তে হ’ল সোনার মাটি লোনা
রক্তের ধার বেঁধে মোদের, প্রতি গ্রাসে গ্রাসে
কবে, বলো কবে শুধব তা — প্রাণ আর মানে না।
শুনি নাকি স্বরাজ এখন, এই কি তার নমুনা।
মা-বোনেরি ইজ্জত ললাটে কোন্ স্বরাজের সেনা
চরকা নয় খদ্দর নয় আর — নয় অহিংসার বুলি
বুকে বেঁধে গরম সীসার গুলি — এ আর সহে না।
অহল্যা মা, তোমার সন্তান জন্ম নিল না
ঘরে ঘরে সেই সন্তানের প্রসব যন্ত্রণা।
শত কংস ধ্বংস করে যে শিশু জন্মিবে
মাঠে মাঠে তারই জল্পনা।।
বিনয় রায় জন্মেছেন ১৯১৮ সালের ৮ সেপ্টেম্বর রংপুরে। দেশ ভাগের পর কলকাতায় যান এবং ১৯৩৬ সালে আমেদাবাদ ট্রেড ইউনিয়ন সংগঠন করেন। ১৯৭৫ সালে মস্কো শহরে পথ দুর্ঘটনায় প্রাণ হারান।