আরও একটু সরে বসতে পার আরও একটু কাছে।
দূরে থাকার ছলনা হায় বৃথা ছল ছল নয়ন যবে যাচে।।
হাতে যদি পড়েই এসে হাত মুখের প’রে হ’লে নয়ন-পাত
হৃদয় কেঁপে ওঠেই অকস্মাৎ, লজ্জা পাবার সময় অনেক আছে।।
চুলের সুবাস হাওয়ায় ভাসে নেশার বিভোর মন।
আজকে জানি আমরা দুজন বাদে পৃথিবী নির্জন।
কথার পরে কাজ কি কথা গাঁথা কাঁধের পরে পড়ুক নুয়ে মাথা।
কথার অতীত গহন-নীরবতায় মোদের সুধার স্বর্গ মিলিয়াছে ৷৷
প্রেমেন্দ্র মিত্র ( জন্ম: ১৯০৪ – মৃত্যু: ৩ মে, ১৯৮৮) বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক ছিলেন। বিচিত্রকর্মা মানুষ। প্রধানত কবি ও কথা সাহিত্যিক। এছাড়া শিক্ষকতা, পত্রিকা সম্পাদনা, চিত্রনাট্য লেখা ও চলচ্চিত্র পরিচালনা, বেতার কেন্দ্র পরিচালনা ইত্যাদি নানাবিধ কাজ সারাজীবনে করেছেন। অশীতিপর জীবনেও পূর্ণসময়ের সাহিত্যসেবক ছিলেন।