বাজে না বাঁশি গো

বাজে না বাঁশি গো,

ফুলের বাসরে জাগে না হাসি গো।

আকাশে নাই চাঁদে মধু জ্যোছনা,

দূরেই রহিল সেই মৃগলোচনা,

তাই নীরব নয়নধারে আমি ভাসি গো।।

আজি এই মায়াভরা মধু নিশীথে

বধূর মনে মন চায় মিশিতে।

মালাখানি হল যে গো ফুল ঝরানো,

জীবনে সবই যেন ভুলে ভরানো—

সে প্রিয় হল কেন পরবাসী গো।।

কথা : গৌরীপ্রসন্ন মজুমদার

সুর : শিল্পী

শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  হৃদয়ে মোর রক্ত ঝরে

Leave a Comment

error: Content is protected !!