বিদায় সন্ধ্যা আসিল ওই ঘনায় নয়নে অন্ধকার।
হে প্রিয়, আমার, যাত্রা পথ অশ্রু–পিছল করো না আর।।
এসেছিনু ভেসে স্রোতের ফুল
তুমি কেন প্রিয় করিলে ভুল,
তুলিয়া খোঁপায় পরিয়া তা’য় ফেলে দিলে হায় স্রোতে আবার।।
ধরণীর প্রেম কুসুম প্রায়
ফুটিয়া নিমেষে শুকায়ে যায়
সে ফুলে যে মালা গাঁথিতে চায় তার চোখে চির অশ্রুধারা।।
হেথা কেহ কারো বোঝে না মন,
যারে চাই, হেলা হানে সে’ জন,
যারে পাই সে না হয় আপন, হেথা নাই হৃদি ভালোবাসার।।
তুমি বুঝিবেনা কি অভিমান
মিলনের মালা করিল ম্লান
উড়ে যাই মোর দূর বিমান সেথা গা’ব গান আশে তোমার।।
বিশ শতকের অন্যতম জনপ্রিয় আধুনিক বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ ছিলেন কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ)। নজরুল বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য।