বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে

বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা,
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে এ কী তব হোরি খেলা!
তুমি যে ফাগুন, রঙের আগুন, তুমি যে রসের ধারা,
তোমার মাধুরী, তোমার মদিরা করে মোরে দিশাহারা।
মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি—
আমার পরানে প্রেমের বিন্দু, তুমিই শুধু তুমি।।

প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ সে দীপের শিখা তুমি,
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এ হৃদি নাচালে তুমি।
আপন-হারা এ উদাসী প্রাণের লহ গো প্রেমাঞ্জলি,
তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি।
মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি—
আমার পরানে প্রেমের বিন্দু, তুমিই শুধু তুমি।।

চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে,
হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারই মাঝে।
তোমার প্রাণের পুলকপ্রবাহ মিশিতে চাহে আমাতে,
জপ মোর নাম, গাহ মোর গান আমারই একতারাতে।
মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি—
আমার পরানে প্রেমের বিন্দু, তুমিই শুধু তুমি।।

কথা : মীরা দেববর্মণ
সুর ও শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে

Leave a Comment

error: Content is protected !!