কমরেড লেনিন আব্রাশা — রুশ দেশের কমরেড লেনিন পাথরের কবরে শয়ান

রুশ দেশের কমরেড লেনিন
পাথরের কবরে শয়ান
পাশ দাও কমরেড লেনিন
আমাকে যে দিতে হবে স্থান।

আইভান, আমি চেনা চাষী
মাটি মাখা দু’পা আমার
লড়েছি তোমার তরে কমরেড
কাজ সারা হয়েছে এবার।

আমি চিতো কালো কাফ্রি
রোদে আখ কাটি মুঠি মুঠি
দেখেছি তোমার তরে কমরেড
আজকে আমার হল ছুটি।

সংগ্রামী মহা সাল হতে
সাংহাইয়ের পথে ধর্মঘটে
বিপ্লবের তরে অনাহারে
লড়ি মরি, ডরি না সংকটে।

রচয়িতা : নিগ্রো কবি ল্যাংস্টন হিউজ
অনুবাদ : বিষ্ণু দে
সুর : হেমাঙ্গ বিশ্বাস

আরো পড়ুন:  জন ব্রাউনের দেহ শুয়ে সমাধি তলে, তাঁর আত্মা বহ্নিমান, শহিদের জয় জয় গান

Leave a Comment

error: Content is protected !!