দুখের রাতের ঘোর তমসা ভেদি

দুখের রাতের ঘোর তমসা ভেদি

স্বাধীনতা দিবস এলো যে ফিরে।

শহীদের মৃত প্রাণ শোন করে আহবান

করাঘাত হানে তব দ্বারে।।

 

জাগো জাগো জাগো জাগো দেশবাসি

শৃঙ্খলিতা ভারত মাতা কাঁদে মুক্তিপিয়াসি,

রুদ্ধদুয়ারে স্বপন শিখরে এখনও কি রবে ঘুমঘোরে।।

 

ভারত জাতির যত স্বপ্ন কামনা

অর্ধশতকের মুক্তি সাধনা

শ্মশান চিতায় হয় যে বিলীন

ক্ষুধিতের ক্রন্দন হাহাকারে।।

 

মুমূর্ষু বাংলার এ দুঃখতাপ

হত দেশপ্রেমে করে অভিশাপ

ঘুচাও এ লজ্জা, ঘুচাও এ পাপ,

জাগ্রত একতার হাতিয়ারে।।

আরো পড়ুন:  তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা

Leave a Comment

error: Content is protected !!