দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধু রে, কবে আইবা রে

দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে

বন্ধু রে, কবে আইবা রে।।

এ পোড়া কপাল সোনার কাঁকন হানি

ফাগুন আমার হইবে বিফল জানি—

দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে।।

পদ্মপাতায় রাতের শিশির সম

যাইবে শুকায়ে হায় রে পিরিতি মম।

দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে।

তুমি ফিরে এলে আমার কবরী খুলি’

দিব যে মুছায়ে তোমারই পায়ের ধূলি—

দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে।।

বিশেষ দ্রষ্টব্য: গানটি ইউটিউবে শুনুন নিচের ভিডিও থেকে।

কথা: গৌরীপ্রসন্ন মজুমদার, সুর ও শিল্পী: শচীন দেব বর্মণ
আরো পড়ুন:  বিশ শতকের বিখ্যাত কবি শ্যামল গুপ্তের অনেকগুলো জনপ্রিয় আধুনিক বাংলা গান

Leave a Comment

error: Content is protected !!