এই জীবনের যত মধুর ভুলগুলি-
ডালে ডালে ফোটায় কে আজ বুলিয়ে রঙিন অঙ্গুলি ।।
রাখবে না সে কিছু গোপন রাখবে না,
পাতার আড়াল দিয়ে কিছু ঢাকবে না,
মনের যত বন্ধ-দুয়ার দরাজ করে দেয় খুলি’।।
অলি যত জুটবে, জানি সবাই তারা রসিক নয়,–
মধুর মর্ম কেউ বা জানে, কেউ শুধু হুল-ই বয়।
তবু হেথায় নেইকো কারো নেই মানা,
হেলায় ছড়াই সুবাসে তার ঠিকানা,
এ কূল গেছে আগেই যখন, যাক না এবার দু‘কূলই ।।
প্রেমেন্দ্র মিত্র ( জন্ম: ১৯০৪ – মৃত্যু: ৩ মে, ১৯৮৮) বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক ছিলেন। বিচিত্রকর্মা মানুষ। প্রধানত কবি ও কথা সাহিত্যিক। এছাড়া শিক্ষকতা, পত্রিকা সম্পাদনা, চিত্রনাট্য লেখা ও চলচ্চিত্র পরিচালনা, বেতার কেন্দ্র পরিচালনা ইত্যাদি নানাবিধ কাজ সারাজীবনে করেছেন। অশীতিপর জীবনেও পূর্ণসময়ের সাহিত্যসেবক ছিলেন।