এই জীবনের যত মধুর ভুলগুলি

এই জীবনের যত মধুর ভুলগুলি-

ডালে ডালে ফোটায় কে আজ বুলিয়ে রঙিন অঙ্গুলি ।।

রাখবে না সে কিছু গোপন রাখবে না,

পাতার আড়াল দিয়ে কিছু ঢাকবে না,

মনের যত বন্ধ-দুয়ার দরাজ করে দেয় খুলি।।

অলি যত জুটবে, জানি সবাই তারা রসিক নয়,

মধুর মর্ম কেউ বা জানে, কেউ শুধু হুল-ই বয়।

তবু হেথায় নেইকো কারো নেই মানা,

হেলায় ছড়াই সুবাসে তার ঠিকানা,

এ কূল গেছে আগেই যখন, যাক না এবার দুকূলই ।।

আরো পড়ুন:  হারা-মরু নদী, শ্রান্ত দিনের পাখি

Leave a Comment

error: Content is protected !!