এসো মুক্ত করো

এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই দ্বার
এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা

রস রূপ মন্ত্র দ্রষ্টা,

ছিন্ন করো, ছিন্ন করো বন্ধনের এ অন্ধকার।।
দিকে দিকে ভেঙ্গেছে যে শৃংখল,
দুগর্ত দলিতেরা পায় বল।
এ শুভ-লগ্নে আজ   তাই তোমার স্মরণ করি

রূপকার

এসো মুক্ত কর হে এই দ্বার।।

উঠেছে যে জীবনের লক্ষ্মী মৃত্যু-সাগর মন্থনে,
নূতন পৃথিবী চায় শিল্পীর বরাভয় নব সৃষ্টির

শুভক্ষণে।

এসো সমিতির সাম্য ও ঐক্যে,
এসো জনতার মুখরিত সখ্যে,
এসো দু:খ তিমির ভেদি দুর্গম ধ্বংসে,
মৃত্যু আঘাত করি চূর্ণ,
এসো প্রাণের আধার করি পূর্ণ।

আরো পড়ুন:  মুক্তিরণের সাথী ওরে মুক্তিরণের সাথী

Leave a Comment

error: Content is protected !!