ও…ও বাঁশী
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়
এই পরানের বিনিময় তোমার পরান দিও বাশী
আল্লাহ’র দোহায়…
ও…ও বাঁশী
বানের টানে টানে আইসো আমার পাণে
মধু লাগাইও মনে মজিও পানের গুনে আসিও।।
আমার রঙ্গে পানের রঙ্গে রাঙ্গা হইও বাঁশী
আল্লাহ’র দোহায়…
ও…ও বাঁশী
ঘাটে আসিও পিড়ি পেতে দেব পাশে বসাব
মুখেতে পান দিব দিব রে
অন্যের হাতের পান ছাইড়া
আমার হাতের পান খাইয়ো ……
ও…ও বাঁশী
নাহি পান পানি দিনের পাখানি আছে
জগতে জানি আসিও গুল মনি আসিও
কোন রসেতে ডুইবা তুই দিনের অধিকারী
দিনের অধিকারী হইও…
মীরা দেববর্মণ (মার্চ ১৯১৯ – ১৫ অক্টোবর ২০০৭) জন্মেছিলেন বাংলাদেশের কুমিল্লায় ১৯১৯ খ্রিষ্টাব্দের মার্চ মাসে। মীরা হচ্ছেন বাংলার একজন খ্যাতনামা গীতিকার এবং সঙ্গীত শিল্পী। তিনি বাংলার বিখ্যাত সুরকার শচীন দেববর্মণের স্ত্রী এবং রাহুল দেববর্মণের মাতা। তাঁর উল্লেখযোগ্য গান গুলো হলো ‘আজ দোল দিল কে’ (১৯৪৬), ‘তুম হ বড়ে চিতচোর’ (১৯৪৬), ‘কেন হায় স্বপ্ন ভাঙ্গার আগে’ (১৯৪৯), ‘কালি বদরিয়া ছা গয়ে, ডালি ডালি ফুল’ (১৯৪৮), ‘কে দিল ঘুম ভাঙ্গায়ে’ (১৯৪৯) ইত্যাদি।