ঝরা ফুলে ভরা এই যে সমাধিতল

ঝরা ফুলে ভরা এই যে সমাধিতল –
এই তো আমার মাটির বাসর প্রেমের তাজমহল।।

কে বলে আমার প্রিয়তমা নাই,
পাই না দেখিতে তবু সাড়া পাই–
চোখে ঝরে জল হায় মনে তবু দোলে মিলনের শতদল।।

আধো রাতে যবে ঘুম ভেঙে যায় সেথায় নীরবে আসি,
দেখি জোছনায় ছড়ানো রয়েছে হারানো প্রিয়ার হাসি।

বউ-কথা-কও পাখি দূরে গায়
সুরে সুরে সে যে প্রিয়ারে জাগায়,
মরণ ঘুমেরে স্মরণ মায়ায় মনে হলো শুধু ছল।।

 

অন্তঃটীকা: শৈলেশ দত্তগুপ্ত এই গানটিতে সুরারোপ করেছিলেন।

আরো পড়ুন:  মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে

Leave a Comment

error: Content is protected !!