কেন এ হৃদয় চঞ্চল হলো

কেন এ হৃদয় চঞ্চল হলো।
কে যেন ডাকে বারে বারে, কেন, বল কেন?

আমি ফুল দেখেছি, ফুল ফুটতে কখনো দেখিনি
আজ মনে হয়, এই শিহরণ, এই বুঝি ফুটছে আমার তরে।

কেন এ কণ্ঠে এলো গান, কেন, বল কেন?
এ এক মধুর নেশা যেন, কেন, বল কেন?
শুধু সুর শুনেছি, সুর তুলতে এখনো পারিনি
আজ মনে হয় গান হয়ে মোর, তাই বুঝি ফুটেছে কথার কলি।

 

অন্তঃটীকা: হেমন্ত মুখার্জী এই গানটিতে সুরারোপ করেছিলেন। কণ্ঠ দিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটি প্রথম নায়িকা সংবাদ চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল। গানটি ইউটিউবে শুনুন

আরো পড়ুন:  হায় কি যে করি এ মন নিয়া

Leave a Comment

error: Content is protected !!