কেন এ হৃদয় চঞ্চল হলো।
কে যেন ডাকে বারে বারে, কেন, বল কেন?
আমি ফুল দেখেছি, ফুল ফুটতে কখনো দেখিনি
আজ মনে হয়, এই শিহরণ, এই বুঝি ফুটছে আমার তরে।
কেন এ কণ্ঠে এলো গান, কেন, বল কেন?
এ এক মধুর নেশা যেন, কেন, বল কেন?
শুধু সুর শুনেছি, সুর তুলতে এখনো পারিনি
আজ মনে হয় গান হয়ে মোর, তাই বুঝি ফুটেছে কথার কলি।
অন্তঃটীকা: হেমন্ত মুখার্জী এই গানটিতে সুরারোপ করেছিলেন। কণ্ঠ দিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটি প্রথম নায়িকা সংবাদ চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল। গানটি ইউটিউবে শুনুন
মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক। জন্মেছিলেন ১৯২০ সালের ৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ডহরপাড়া গ্রামে। শৈশব কৈশোর কেটেছে উত্তর কলকাতায়। রিপন কলেজ থেকে ইংরাজি সাহিত্যের সাম্মানিক স্নাতক। ‘কালস্রোত’, ‘অনুষ্টুপ ছন্দ’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’, ‘শুকসারী’ প্রভৃতি ছবির জন্য গান লিখেছেন। গীতিকার মোহিনী চৌধুরী মারা যান ২১ মে, ১৯৮৭।