মুক্তিরণের সাথী ওরে মুক্তিরণের সাথী

মুক্তিরণের সাথী ওরে মুক্তিরণের সাথী!

আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান।

শত্রু শোণিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি

আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান।

স্থলে বা জলে নভস্থলে কে দেবে বাধা

মোদের অবাধ গতি কে দেবে বাধা!

অসাধ্য নয় সাধন সাধা।

মানুষের যত বাঁধন ভাঙার

বজ্র রাগিণী গেয়ে ওঠে গান

মৃত্যুরে দিয়ে মৃত্যুর হবে অবসান।

আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান।।

আরো পড়ুন:  এসো মুক্ত করো

Leave a Comment

error: Content is protected !!