মুক্তিরণের সাথী ওরে মুক্তিরণের সাথী!
আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান।
শত্রু শোণিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি
আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান।
স্থলে বা জলে নভস্থলে কে দেবে বাধা
মোদের অবাধ গতি কে দেবে বাধা!
অসাধ্য নয় সাধন সাধা।
মানুষের যত বাঁধন ভাঙার
বজ্র রাগিণী গেয়ে ওঠে গান
মৃত্যুরে দিয়ে মৃত্যুর হবে অবসান।
আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান।।
জ্যোতিরিন্দ্র মৈত্র বা জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র (নভেম্বর ১৮, ১৯১১ – অক্টোবর ২৬, ১৯৭৭) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি গীতিকার, কবি, লেখক ও গায়ক। বাংলা গানে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম তিনি অনেক উদীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। ১৯৩৯ সাল থেকে জ্যোতিরিন্দ্র যোগ দেন প্রগতি আন্দোলনে এবং রচনা করেন ‘নবজীবনের গান’। পরে অনেক চলচ্চিত্রে তিনি সুর দেন। গানের সূত্রে ভারতের নানা জায়গা এবং মস্কো ও পূর্ব জার্মানী ভ্রমণ করেন।