না, আমারে শশী চেয়ো না —চাহিলেও পাবে না।
কেন তব মায়াজালে বাঁধিবারে চাহ মোরে?
কেন তব ছলভরা রূপালি উড়ানি দিয়া চাহ মোরে জড়াইতে—
না, আমারে শশী ছুঁয়ো না, আমি ছোঁয়া দেব না।
যাদুভরা নিশিতে তারার শোভার মাঝে
নিজেরে সাজায়ে কেন কামনায় চাহ মোরে তবু বুকে তুলে নিতে?
না, আমারে শশী ধরো না, আমি ধরা দেব না।
ভাসায়ে তোমার ভেলা রাত্রের কালো নভে
খেলিয়া আলোর খেলা ছলনায় ডাকো মোরে।
তোমার মদির হাসি তোমার কুহক রাশি।
আমার মনেতে গো পাইবে না ঠাই।
না, আমারে শশী ডেকো না, আমি সাড়া দেব না।।
কথা : মীরা দেববর্মণ
সুর ও শিল্পী: শচীন দেববর্মণ
মীরা দেববর্মণ (মার্চ ১৯১৯ – ১৫ অক্টোবর ২০০৭) জন্মেছিলেন বাংলাদেশের কুমিল্লায় ১৯১৯ খ্রিষ্টাব্দের মার্চ মাসে। মীরা হচ্ছেন বাংলার একজন খ্যাতনামা গীতিকার এবং সঙ্গীত শিল্পী। তিনি বাংলার বিখ্যাত সুরকার শচীন দেববর্মণের স্ত্রী এবং রাহুল দেববর্মণের মাতা। তাঁর উল্লেখযোগ্য গান গুলো হলো ‘আজ দোল দিল কে’ (১৯৪৬), ‘তুম হ বড়ে চিতচোর’ (১৯৪৬), ‘কেন হায় স্বপ্ন ভাঙ্গার আগে’ (১৯৪৯), ‘কালি বদরিয়া ছা গয়ে, ডালি ডালি ফুল’ (১৯৪৮), ‘কে দিল ঘুম ভাঙ্গায়ে’ (১৯৪৯) ইত্যাদি।