নবজীবন তরঙ্গাঘাতে হ’ল বঙ্গভূমি সিঞ্চিতা

নবজীবন তরঙ্গাঘাতে হ’ল বঙ্গভূমি সিঞ্চিতা,

চাহিল জনমন-কলি আঁখি মেলিয়া প্রাতে।

হের বিশ্বকবি রবি জাগি নবদৃপ্ত তেজে ছাইল

ভাসিল বঙ্গভূমি দেশপ্রেমের বন্যাতে।

শুরু হ’ল জাতীয় জাগরণ মুক্তির রণ দারুণ

সেথা পুরোভাগে বঙ্গ জাগে ভারতে।

যেথা উজলা চাঁদের হাটে লক্ষ তারার ছিল মেলা,

সেথা ঘোর অন্ধকারে দুর্গম হ’ল পথ চলা।

সেথা স্বার্থে স্বার্থে চলে বিষাক্ত সর্পের খেলা।

ধনী বণিকের ক্রূরমতি পদে পদে জানায় তারা নতি

( ক্রুর মনে বক্র ভীরু গতি )

বিদেশীর খুনে রাঙা চরণে।

বজ্রসম এ আঁধারে চমক লাগায় প্রাণে

ভরসা জাগায় জনতা,

কোটি কোটি কাঁধে কাঁধে কদম বাড়ায়

ঐ স্বাধীনপরান জনতা।

নরকের সর্বগ্রাসী দ্বার হতে বিজয় মনোরথে

স্বরগের পথে যাত্রা শুরু দীন হীন জনতার,

মোহ জাল ছিন্ন আজি বাংলার।

বঙ্গ আজি নবরূপ রস ফুল ফলে জাগে রে।

আরো পড়ুন:  ফিরাইয়া দে, মোদের কায়ুর বন্ধুদেরে

Leave a Comment

error: Content is protected !!