রাখালিয়া সুর আনে মৃদু সমীরণ, (আজ) বাঁশিতে নূপুরের মধু আলাপন

রাখালিয়া সুর আনে মৃদু সমীরণ, (আজ) বাঁশিতে নূপুরের মধু আলাপন হচ্ছে আনন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি ক্ষুদ্র আকারের ৮ লাইনের একটি গান। গানটি সুর করেছিলেন শৈলেন মুখােপাধ্যায় এবং প্রথম রেকর্ডিংয়ে ১৯৫৮ সালে গেয়েছিলেন ইলা চক্রবর্তী। গানটি গান ফুরালো জলসা ঘরে নামের এ্যালবামে প্রকাশিত হয়। আনন্দ মুখোপাধ্যায়ের এই গানটিতে আধুনিক বাংলা প্রেমের গানের প্রধান বৈশিষ্ট্য ফুটে উঠেছে। গানটি মিলনের আকাঙ্ক্ষাকে কাব্যিকভাবে ফুটিয়ে তুলেছে।

গানটি শিশির চক্রবর্তী সংকলিত পত্রভারতী কলকাতা প্রকাশিত দ্বিতীয় মুদ্রণ ডিসেম্বর ২০১৮পাঁচদশকের আধুনিক বাংলা গানের গীতবিতান এ শুধু গানের দিন গ্রন্থের ৬৭ পৃষ্ঠায় প্রকাশিত রয়েছে।

গানের কথা

রাখালিয়া সুর আনে মৃদু সমীরণ,
(আজ) বাঁশিতে নূপুরের মধু আলাপন।
মঞ্জিরে রিনি ঝিনি বেজে ওঠে কিঙ্কিনী
অভিসার তৃষা হারা এ মধু লগন।।

শ্রবণে ঢালে গাে মধু রাখালিয়া বাঁশি, 
গােপন রহে না অধরের হাসি।
বনের কুহুর তানে সুরের মাধুরী আনে,
মনের মাধুরী আজ হল উন্মন।।

রাখালিয়া সুর আনে গানটি ইউটিউবে শুনুন

আরো পড়ুন:  কাঁদিব না ফাগুন গেলে, বিদায় দিব তারে মণিদীপ জ্বেলে

Leave a Comment

error: Content is protected !!