শিপ্রা নদীর তীরে সন্ধ্যা নামে গো অন্তর হলো দিশাহারা! আজ কোথা সেদিনের

শিপ্রা নদীর তীরে সন্ধ্যা নামে গো

অন্তর হলো দিশাহারা!

আজ কোথা সেদিনের ছলছল কলগান

জ্বলজ্বল দুটি আঁখিতারা।।

একটি বাঁশির মীড়ে বেজে ওঠা কাঁকনের ধ্বনি

বালুচরে আর নাহি শুনি! —

মাটির প্রদীপ হাতে গাঁয়ের লাজুক মেয়ে

দেয় না তো, হায় দেয় না তো সাড়া।।

আঁচলে বকুল আর কপালে সোনালী টিপ আঁকা

কবরী অতসী ফুলে ঢাকা।

আলতা জমানো ঠোঁটে কোথা সেই মান অভিমান —

হারানো দিনের কথা গান।

গেরুয়া মাটির দেশে তারই নামে মালা গেথে

আঁখি কোলে, হায় আঁখি কোলে জমে জলধারা।।

কথা: গৌরীপ্রসন্ন মজুমদার, সুর ও শিল্পী: অখিলবন্ধু ঘোষ

আরো পড়ুন:  কতদিন দেখা হয়নি দুজনে

Leave a Comment

error: Content is protected !!