তাকদুম তাকদুম বাজাই বাংলা দেশের ঢোল, সব ভুলে যাই, তাও ভুলি না

(আমি) তাকদুম তাকদুম বাজাই বাংলা দেশের ঢোল—
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলামায়ের কোল।
বাংলা! জনম দিলা আমারে—
তোমার পরান আমার পরান এক নাড়ীতেই বাঁধা রে।
মা-পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারো নাই—
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা-মায়ের কোল।।

মা, তোমার মাটির সুরে সুরেতে,
আমার জীবন জুড়াইলা বাউল-ভাটিয়ালিতে।
পরান খুইল্যা মেঘনা, তিতাস, পদ্মারই গান গাই—
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলামায়ের কোল।।

বাজে ঢোল নরম গরম তালেতে,
বিসর্জনের ব্যথা ভোলায় আগমনীর খুশিতে।
বাংলাদেশের ঢোলের বোলে ছন্দপতন নাই।
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলামায়ের কোল।।

কথা : মীরা দেববর্মণ
সুর : শিল্পী
শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  বাজে না বাঁশি গো

Leave a Comment

error: Content is protected !!