ভুলবাে না, ভুলবাে না — মহানগরীর রাজপথে যত রক্তের স্বাক্ষর হচ্ছে হেমাঙ্গ বিশ্বাসের লেখা একটি আধুনিক বাংলা গণসংগীত। গানটি মাঝারি আকারের ১৬ লাইনের একটি বাংলা গণসংগীত। গানটি সুর করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস নিজেই এবং তিনিই গেয়েছিলেন।
গানটি হেমাঙ্গ বিশ্বাসের একটি জনপ্রিয় গণসংগীত এবং এই গানটিতে রাজপথে শহিদ হওয়া কমরেডদেরকে না ভুলবার শপথ করা হয়েছে। বিভিন্ন শব্দ সাজিয়ে প্রতিশোধ ও প্রতিরোধের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে এই গানে। গানটি লোকসংগীতের কোন জনপ্রিয় সুরে গাওয়া হয়েছে তা আমরা জানি না। গানটির কথা এবং গানটিকে রোদ্দুরে ডট কম আপনাদের কাছে উপস্থাপন করতে পেরে আনন্দিত।
ভুলবাে না, ভুলবাে না — গানের কথা
ভুলবাে না, ভুলবাে না, ভুলবাে না—
মহানগরীর রাজপথে যত রক্তের স্বাক্ষর,
অগ্নিশিখায় অঙ্কিত হলো লক্ষ বুকের ‘পর
আমরা ভুলবো না।
হাতে শহীদের সমাধি ফুলক,
ললাটে পরেছি রক্ততিলক,
—রক্তের ঋণ রক্তে শুধবে শপথ ভয়ঙ্কর
ভুলবাে না, ভুলবাে না, ভুলবো না।
উৎপীড়িতের ক্রন্দনরােল
বুভুক্ষিতের অশ্রুজল,
পুঞ্জিত হয়ে এনেছে এবার কালবােশেখীর ঝড়
কালবোশেখীর ঝড়;
আহত বক্ষে গর্জে ক্রোধ
চাই প্রতিরােধ; চাই প্রতিরােধ,
রক্তে রাখি-বন্ধনে মােরা মিলেছি পরস্পর।
ভুলবো না, ভুলবো না, ভুলবাে না।
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে জন্ম নেয়া হেমাঙ্গ বিশ্বাস বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা। তিনি একজন বাঙালি সঙ্গীতশিল্পী, কবি, লেখক এবং সুরকার। মূলত লোকসঙ্গীতকে ভিত্তি করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান বাঙালির ইতিহাসে অবিস্মরণীয়। “হেমাঙ্গ বিশ্বাসের গান” এবং “শঙ্খচিলের গান” তাঁর গানের দুটি সঙ্কলন।