যদি জানতে গো তুমি জানতে
কেন এই মন আমার ছন্দবিহীন ছন্দে গেয়ে যায়
হারালো সুর সে যে তোমার চোখে চেয়ে কখন মনের অজান্তে
পান্থ আমি তোমার পথে যেতে পথ ভোলা দুস্তর প্রান্তে।
তুমি জান কি আমি এলাম জীবন দিগন্তে?
সান্ত্বনা মোর এই শুধু আমি পাড়ি দিয়েছি বসন্তে
ঝরা ফুলে ফুলে গেছে ছেয়ে এই জীবন বনান্তে।
আর ডেকো না মোরে ডেকো না সকরুণ সুরেতে ডেকো না
যা কিছু মোর গান ছিল সুরে সুরে মনেতে রেখো না
ফিরে যাব না যাব না আমি আর প্রেমেরি একান্তে।।
সলিল চৌধুরী (হিন্দি: सलिल चौधरी, মালয়ালম: സലില് ചൗധരി) (নভেম্বর ১৯, ১৯২৫ – সেপ্টেম্বর ৬, ১৯৯৫) একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার। তিনি মূলত বাংলা, হিন্দি, এবং মালয়ালাম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসেবে এবং গণসংগীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি। তাঁর দুটি প্রকাশিত গ্রন্থ হচ্ছে ‘প্রান্তরের গান’ এবং ‘সলিল চৌধুরীর গান’। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য সংগীতশিল্পীগণ তাঁর রচিত গান গেয়েছেন।