যদি ভালো না লাগে তো দিও না মন,
শুধু দূরে যেতে কেন বলো অমন!
যদি হৃদয়ে না মেলে ঠাঁই
নয়নে মানা তো নাই,
যদি না দুয়ার খুলিতে চাও, খুলে রেখো বাতায়ন।
মেঘেতে যা কিছু আঁকিয়া যাক,
(জানি) আকাশে কখনো লাগে না দাগ।
কুসুম না যদি পাই,
কাননে পাতা কুড়াই,
(তুমি) জাগরণে যদি ধরা না দাও, ভেঙোনা ভীরু স্বপন ।।
প্রেমেন্দ্র মিত্র ( জন্ম: ১৯০৪ – মৃত্যু: ৩ মে, ১৯৮৮) বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক ছিলেন। বিচিত্রকর্মা মানুষ। প্রধানত কবি ও কথা সাহিত্যিক। এছাড়া শিক্ষকতা, পত্রিকা সম্পাদনা, চিত্রনাট্য লেখা ও চলচ্চিত্র পরিচালনা, বেতার কেন্দ্র পরিচালনা ইত্যাদি নানাবিধ কাজ সারাজীবনে করেছেন। অশীতিপর জীবনেও পূর্ণসময়ের সাহিত্যসেবক ছিলেন।