চে, এক রক্তমাখা আলো
নিপীড়িত মানুষের বিদ্রোহের ভিত্তিমূলে গান থাকে, কথা থাকে, হাহাকারের পরে ঘুরে দাঁড়ানো থাকে,আগমন ও প্রস্থান থাকে। মহাকালের ভেতরে ছোট ছোট মুহূর্তগুলো হারালেও অন্যায়ের টুঁটি চেপে কিছু মানুষ মাথাকে উঁচু করে বের হয়, সমতার কমিউনগুলো দৈনন্দিন ব্যস্ততায় গড়ে ওঠে। যুদ্ধের ধারাবাহিকতায় ন্যায়যুদ্ধ শুরু হলে যেখানেই জয়ের খবর আসে, আরো এক কদম এগোলো সমাজ, শ্রমিকেরা বোঝেন একদিন পশ্চাদপসরণ মানে সাময়িক বিরতি। আরো পড়ুন