বড় মদনটাক বাংলাদেশে থেকে বিলুপ্ত এবং সারা পৃথিবীতে মহাবিপন্ন পাখি
ভূমিকা: বড় মদনটাক বা হাড়গিলা হচ্ছে কিকোনিডি পরিবারের Leptoptilos গণের একটি পাখি। বাংলাদেশের পাখির তালিকায় Leptoptilos গণে বাংলাদেশে রয়েছে এর ২টি প্রজাতি এবং পৃথিবীতে ৩টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি দুটি হচ্ছে, ১. বড় মদনটাক এবং ২. ছোট মদনটাক। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে বড় মদনটাক বা হাড়গিলা। এছাড়াও আফ্রিকায় প্রাপ্ত অন্য মদনটাকটির নাম হচ্ছে মারাবৌ মদনটাক। আরো পড়ুন