কৃষ্ণাখালী নদী বাংলাদেশের নেত্রকোনা জেলার সদর উপজেলার একটি নদী
কৃষ্ণাখালী নদী (ইংরেজি: Krishnakhali River) বাংলাদেশের নেত্রকোনা জেলার সদর উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১২-১৩ কিলোমিটার এবং প্রকৃতি সর্পিলাকার। কৃষ্ণাখালী নদী নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের নলঘুরিয়া বিল থেকে উৎপত্তি হয়েছে । নদীটি বিল পেরিয়ে পূর্ব উলৌয়াটি গ্রামের সড়ক অতিক্রম করেছে। পথে এটি দিগজান গ্রাম অতিক্রম করে কৃষ্ণপুর অঞ্চলে প্রবেশ করেছে। এটি তারপর আর ৩৭০ … Read more