আর কতকাল, বলো কতকাল
আর কতকাল, বলো কতকাল সইব এ মৃত্যু অপমান — এ আর সহে না। শহর বন্দরে, চাষীর কুটিরে নরখাদক দলের অভিযান — এ আর সহে না। কমলাপুর শহীদ ডাকে — আয় রে, আয় আয় রে ভোঙ্গাজোড়ার শহীদ সুরেন — তোদের পানে চায় রে, চায় রে চন্দনপিঁড়ির সরোজিনী, অহল্যা মা তাদের খুনের তর্পণ হ’ল না — এ আর … Read more