শ্রাবণ রাতি বাদল নামে কোথা তুমি এসো ফিরে— কেতকী ঝরে পথের ’পরে

শ্রাবণরাতি বাদল নামে, কোথা তুমি এসো ফিরে— কেতকী ঝরে পথের ‘পরে বাঁধন ছিঁড়ে।। বেতস বনে বাতাস কাঁদে সে শুধু সুরে বেদন সাধে, অকূল আঁধার জাগিয়ে মম পরাণ ঘিরে।। হে মেঘ, জানো কি তুমি প্রিয়া কোথায় আছে, বিরহ ব্যথা কহিব বলো কাহার কাছে। আরো পড়ুন

শিপ্রা নদীর তীরে সন্ধ্যা নামে গো অন্তর হলো দিশাহারা! আজ কোথা সেদিনের

শিপ্রা নদীর তীরে সন্ধ্যা নামে গো ঐ অন্তর হল দিশাহারা ! আজ কোথা সেদিনের ছলছল কলগান, জ্বলজ্বল দুটি আঁখি তারা।। একটি বাঁশির মীড়ে বেজে ওঠা কাঁকনের ধ্বনি, বালুচরে আর নাহি শুনি! আরো পড়ুন

পিয়াল শাখার ফাঁকে ওঠে

পিয়াল শাখার ফাঁকে ওঠে একফালি চাঁদ বাঁকা ঐ, তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। তোমার আছে সুর আর আমার আছে ভাষা, মনের কোনে আছে কিছু পাওয়ার আশা, এবার কিছু শুনি আর আমিও কিছু কই আরো পড়ুন

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিনআজ ওই চোখে সাগরের নীল—আমি তাই কি গান গাই কিবুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা,না- বলা কথায় থর থর অধর কাঁপা—তাই কি আকাশ হল আজআলোয় আলোয় ঝিলমিল।। এই যেন নই গো প্রথম—তোমায় যে কত দেখেছি,স্বপনেরও তুলি দিয়ে তাইতোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুন গুন দোলায় … Read more

খুলিয়া কুসুমসাজ শ্রীমতী যে কাঁদে

খুলিয়া কুসুমসাজ শ্রীমতী যে কাঁদে, অলখে রহিয়া কানু, ফুল বেণু সাধে— আহা বিনোদিনী কাঁদে। সুরভি ঝরানো মালা দিল প্রাণে এ কী জ্বালা, যার লাগি হারাল কূল তারে কী দিয়ে গো বাঁধে বিরহিনী কাদে, শ্রীরাধিকা কাঁদে।। অঙ্গের লাবণি হল নয়নের জল, প্রেমের যমুনা কূল হয়েছে কি ছল? সে যে শুধু ফুলবাণে পরান বিধিতে জানে— বিষভরা ফুলবাণে … Read more

ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি

ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি, আর আমারই মতো জাগে নীড়ে দুটি পাখি।। কথা দিয়েছিলে আসিবে গো ফিরে, চাঁদ জাগে দূরে আকাশের তীরে— তাই তোমারেই আমি বারে বারে পিছু ডাকি।। একে একে ওই ডুবে গেল তারা, তবু তুমি ওগো দিলে না তো সাড়া— হায়, আলেয়া যেন আলো হয়ে দিল ফাঁকি।। কথা : গৌরীপ্রসন্ন মজুমদার … Read more

দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধু রে, কবে আইবা রে

দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধুরে, কবে আইবা রে।। এপোড়া কপাল সোনার কাঁকন হানি, ফাগুন আমার হইবে বিফল জানি— দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে।। পদ্মপাতায় রাতের শিশির সম, যাইবে শুকায়ে হায় রে পিরিতি মম। দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধুরে, কবে আইবা রে।। আরো পড়ুন

পথ চেয়ে রব আমি পথ চেয়ে রব,

পথ চেয়ে রব আমি পথ চেয়ে রব, পদধূলি হব, আমি পথ চেয়ে রব। আজও খেলে বনছায়া বাতাসেরই সুরে, আধো চাঁদে জাগে মায়া আছ কেন দূরে— একী খেলা তব বলো একী, তবু রব, আমি পথ চেয়ে রব। ওগো মালবিকা এখনি যেও না ঝরে— বলো কেন ব্যথা দেবে মোরে, মালবিকা গো। আলো ভেবে ভুলে যেন ছায়া বুকে … Read more

মালাখানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই

মালাখানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই, বিদায়ের ব্যথা লয়ে জলে আঁখি ভরে নাই। যদি গো শুকাল ফুল তবু সে তো নহে ভুল— ছিল মোর অপরাধ, ক্ষমা সে তো করে নাই।। খেলা হল অবসান মন নাহি ভোলে গো, ফাগুনের মতো হায় সেও গেছে চলে গো।। বাঁশি আজ কেঁদে কয় তবু সে তো দূরে নয়— বালুচরে … Read more

বাজে না বাঁশি গো

বাজে না বাঁশি গো, ফুলের বাসরে জাগে না হাসি গো। আকাশে নাই চাঁদে মধু জ্যোছনা, দূরেই রহিল সেই মৃগলোচনা, তাই নীরব নয়নধারে আমি ভাসি গো।। আজি এই মায়াভরা মধু নিশীথে বধূর মনে মন চায় মিশিতে। মালাখানি হল যে গো ফুল ঝরানো, জীবনে সবই যেন ভুলে ভরানো— সে প্রিয় হল কেন পরবাসী গো।। কথা : গৌরীপ্রসন্ন … Read more

error: Content is protected !!