ও জানি ভোমরা কেন কথা কয় না
ও জানি ভোমরা কেন কথা কয় না, মহুয়া কেন মাতাল হয় না। (জানি, আমি শুধু জানি) পদ্মফোটা ঝিল রোদে শুধু ঝিলিমিলি ঝিলিমিলি করে, তবু কেন আঁখি ঝরে শুধু ঝর ঝর ঝর ঝর ঝরে— আমি শুধু জানি এ মন কেন ঘরে রয় না।। কৃষ্ণচূড়া হাওয়ার সুরে শুধু ঝিরিঝিরি ঝিরিঝিরি দোলে, সে এক পাখি শুনি ডাকে শুধু … Read more