সভাপতি মাও সে-তুঙের উদ্ধৃতি’র সূচিপত্র
সভাপতি মাও সেতুঙের লেখা ও বক্তৃতা থেকে নির্বাচিত বিবৃতির একটি সংকলন হচ্ছে ছোট লাল বই বা সভাপতি মাও সে-তুঙের উদ্ধৃতি (ইংরেজি: Red Book বা Quotations from Chairman Mao Tse Tung)। সাংস্কৃতিক বিপ্লবের সময় বহুল প্রচারিত এই বইটি বিশ্বের রাজনৈতিক গ্রন্থের মধ্যে অন্যতম। লাল বইয়ের সবচেয়ে জনপ্রিয় সংস্করণটি ছিলো পকেট সাইজে ছোট আকারে ছাপানো সহজে বহনযোগ্য এবং অবশ্যই উজ্জ্বল লাল রঙে বাঁধাই করা। আরো পড়ুন