নেত্রকোনায় অন্তরাশ্রম আয়োজিত কবিতা সন্ধ্যা ও কবিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
অন্তরাশ্রম আয়োজিত ‘অনন্ত জীবনের গান গাই’ নামক কবিতা সন্ধ্যা ও কবিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে গত ২২ অক্টোবর ২০১৯ তারিখ সন্ধ্যায়। নেত্রকোনার জেলা উদীচী কার্যালয়ে সাংস্কৃতিক সংগঠন অন্তরাশ্রম দুই বাংলার কবিদের নিয়ে জমিয়েছিল এই তুমুল আড্ডা। সাইফুল্লাহ ইমরানের অসাধারণ সঞ্চালনায় নেত্রকোণার কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীগণ অজান্তেই আত্মমগ্ন ছিলেন আড্ডায়। আরো পড়ুন