বাংলাদেশে প্রাপ্ত ১৯৯ প্রজাতির উভচর ও সরীসৃপের তালিকা

বাংলাদেশে উভচর ও সরীসৃপ প্রজাতি হচ্ছে ব্যাঙ, বিভিন্ন ধরনের কচ্ছপ, টিকিটিকি গিরগিটি, বিভিন্ন ধরনের সাপ ও কুমির মিলিয়ে হয় মোট ১৯৯টি প্রজাতি। রোদ্দুরে ডট কম গবেষক, লেখক ও ছাত্রছাত্রীদের প্রজাতিগুলোকে রক্ষা এবং কাজের সুবিধার জন্য এরকম একটি তালিকা প্রকাশ করছে।

বাংলাদেশে উভচর প্রাণীদের সংখ্যা বেশি নয়। বাংলাদেশে বর্তমানে Anura বর্গের অধীনে ৭টি পরিবারে ২১টি গণে মোট ৪১টি প্রজাতি অর্ন্তভূক্ত করা হয়েছে। IUCN-বাংলাদেশ ২০০০ এর রিপোর্ট অনুযায়ী ৮টি প্রজাতির অবস্থা ঝুঁকিপূর্ণ হলেও বর্তমানে অন্তত ২৫টি প্রজাতি ঝুঁকিপূর্ণ বা বিপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশের প্রায় সবগুলো উভচর ও সরীসৃপ ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে সংরক্ষিত। অর্থাৎ এসব প্রাণী হত্যা, শিকার, পাচার, বিক্রি ইত্যাদি করলে সর্বোচ্চ ১৫ বছরের জেল ও জরিমানা হতে পারে।

বাংলাদেশের উভচর প্রজাতির তালিকা

বাংলাদেশের উভচর প্রজাতির বাংলা নাম, ইংরেজি নাম ও বৈজ্ঞানিক নাম এখানে উল্লেখ করা হলো:

পরিবার: Bufonidae

০১. কুনো ব্যাঙ, Asian common Toad, Bufo melanostictus,

০২. মার্বেল কুনোব্যাঙ, Marbled Toad, Bufo stomaticus,

পরিবার: Dicroglossidae

০৩. কটকটি ব্যাঙ, Skipper Frog, Euphlyctis cyanophlyctis,

০৪. সবুজ ব্যাঙ, Green Frog, Euphlyctis hexadactylus,

০৫. যাইযাই ব্যাঙ, Cricket Frog, Fejervarya limnocharis,

০৬. বন যাইযাই ব্যাঙ, Forest Cricket Frog, Fejervarya syhadrensis,

০৭. জার্ডনের কোলা ব্যাঙ, Jerdon’s Bullfrog, Hoplobatrachus crassus,

০৮. দেশি সোনাব্যাঙ, Indian Bullfrog, Hoplobatrachus tigerinus,

০৯. প্রসারিত মুখ ব্যাঙ, Protuberant Mouthed Frog, Occidozyga borealis,

১০. ছাগল ডাকা ব্যাঙ, Floating Frog, Occidozyga lima,

১১. বামন ব্যাঙ, Burrowing Frog, Sphaerotheca breviceps,

১২. লাল চক ব্যাঙ, Smith’s Litter Frog, Leptobrachium smithi,

১৩. বাংলাদেশি ঝিঁ ঝিঁ ব্যাঙ, Bangladeshi cricket frog, Zakerana asmati,

পরিবার: Megophryidae

১৪. মুকুট ব্যাঙ, Crown frog, Xenophrys perva,

১৫. সরুমুখো অনর ব্যাঙ, Stripe Sticky Frog, Kalophrynus interlineatus,

পরিবার: Microhylidae

১৬. রঙিন ভেনপু ব্যাঙ, Painted Bull Frog, Kaloula pulchra,

১৭. চিত্র বেলুন ব্যাঙ, Painted Balloon Frog, Kaloula taprobanica,

১৮. বাদো লাউবিচি ব্যাঙ, Berdmore’s Narrow-mouthed Frog, Microhyla berdmorei,

১৯. নীলফামারিয়া সরুমাথা ব্যাঙ, Nilphamarian narrow-mouthed frog, Microhyla nilphamariensis,

২০. ছোট লাউবিচি ব্যাঙ, Ornate Narrow-mouthed Frog,  Microhyla ornata,

২১. লাল পিঠ লাউবিচি ব্যাঙ, Red Narrow-mouthed Frog, Microhyla rubra,

২২. মুখলেসের লাউবিচি ব্যাঙ,Mukhles’s Narrow-mouthed Frog,  Microhyla mukhlesuri,

২৩. ময়মনসিংহের লাউবিচি ব্যাঙ, Mymensing’s Narrow-mouthed Frog,  Microhyla mymensinghensis,

২৪. সরুমুখো বামন ব্যাঙানু, Narrow-mouthed froglet, Micryletta inornata,

২৫. পটকা ব্যাঙ, balloon Frog,  Uperodon globulosus,

পরিবার:  Ranidae

২৬. ঝর্ণাসুন্দরী ব্যাঙ, Beautiful Stream Frog, Amolops marmoratus,

২৭. সোনালী পাহাড়ী ব্যাঙ, Pointed-headed Frog, Clinotarsus alticola,

২৮. সুকর ডাকা ব্যাঙ, Groaning Frog, Humerana humeralis,

২৯. সবুজ ধানী ব্যাঙ, Green Paddy Frog, Hylarana erythraea,

৩০. দুই দাগবিশিষ্ট সবুজ ব্যাঙ, Two-striped Grass Frog, Hylarana taipehensis,

৩১. বাংলা পানা ব্যাঙ, Bengal Leaping Frog, Hylarana tytleri,

৩২. মুরগিডাকা ব্যাঙ, Cope’s Frog, Sylvirana leptoglossa,

৩৩. কালো ফোটা ব্যাঙ, Dark-sided Frog, Sylvirana nigrovittata,

৩৪. খারের স্রোতের ব্যাঙ Khare’s Stream Frog, Pterorana khare.

পরিবার: Rhacophoridae

৩৫. ছোট গেছো ব্যাঙ, Annaldale Tree Frog, Chiromantis simus,

৩৬. দুইদাগি বাশী ব্যাঙ, Tree Frog, Chiromantis vittatus,

৩৭. পাটি গেছো ব্যাঙ, Four-lined Tree Frog, Polypedates leucomystax,

৩৮. বাঁশ গেছো ব্যাঙ, Bamboo Tree Frog, Polypedates maculates,

৩৯. লাল পা গেছো ব্যাঙ, Htun Win’s Tree Frog, Rhacophorus htunwini,

৪০. বোদো সবুজ গেছো ব্যাঙ, Large Tree Frog, Rhacophorus maximus.

পরিবার: Chikilidae

৪১. ফুলারের চিকিলা, Fuller’s Caecilian, Chikila fulleri.

বাংলাদেশের সরীসৃপ প্রজাতির তালিকা

সরীসৃপ (Reptilia) শ্রেণিতে কচ্ছিম (Testudines) বর্গে বাংলাদেশে ২৯টি প্রজাতি রয়েছে। আমরা Testudines শব্দটির বাংলা কাছিম বা কচ্ছিম শব্দটি ব্যবহার করব। বাংলাদেশে কাছিম বর্গে মোট ৫টি পরিবারে মোট ২৯টি প্রজাতি রয়েছে। পরিবার পাঁচটি হচ্ছে: ক. কচ্ছপ (Testudinidae), খ. কাইট্টা (Geoemydidae), গ. তরুণাস্থি কাছিম (Trionychidae), ঘ. সামুদ্রিক কাছিম (Cheloniidae), ঙ. বড় সামুদ্রিক কাছিম (Dermochelyidae)। এই পাঁচ পরিবারে বাংলাদেশে পাওয়া যায় মোট ২৯ প্রজাতি। এই ২৯ প্রজাতির কচ্ছপের সবগুলোই বিপন্ন এবং ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনানুযায়ী সংরক্ষিত। বাংলাদেশের বন্যপ্রাণীর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে এই কচ্ছপ, কাইট্টা আর কাছিমগুলো। নিচে বাংলাদেশে প্রাপ্ত ২৯ প্রজাতির কচ্ছপের তালিকা দেয়া হলো:

পরিবার: ক. কচ্ছপ (Testudinidae),

০১. হলুদ পাহাড়ি কচ্ছপ, Elongated Tortise, Indotestudo elongate;

০২. এশিয় চিলা কচ্ছপ, Asian Giant Tortise, Manouria emys;

পরিবার: খ. কাইট্টা (Geoemydidae),

০৩. বোদো বা বাটাগুড় কাইট্টা, Northern River Terrapin, Batagur baska;

০৪. রঙিলা ছাঁদ কাইট্টা, Painted Roofed Turtle, Batagur dhongoka;

০৫. কড়ি কাইট্টা, Bengal Roofed turtle, Batagur kachuga;

০৬. মালয়ী ডিবা কাইট্টা, Malayan Box Turtle, Cuora amyionensis;

০৭. এশিয় পাতা কাইট্টা, Asian Leaf Turtle, Cyclemys dentate;

০৮. ওল্ডহ্যামের পাতা কাইট্টা, Oldham’s Leaf Turtle, Cyclemys oldhami;

০৯. দাগি কালো দীঘি কাইট্টা, Spotted Pond Turtle, Geoclemys hamiltonii;

১০. নদীর কালি কাইট্টা, Brahminy River Turtle, Hardella thurjii;

১১. ত্রি-খিলা স্থল কাইট্টা, Tricarinate Hill Turtle, Melanochelys tricarinata;

১২. শামুকভুক কালী কাইট্টা, Snail-eating Turtle, Melanochelys trijuga;

১৩. বাংলা হলদে কাইট্টা, Bengal Yellow Turtle, Morenia petersi;

১৪. বড় কড়ি কাইট্টা, Brown River Turtle, Pangshura smithii;

১৫. সিলেটি কড়ি কাইট্টা, Sylhet Roofed Turtle, Pangshura sylhetensis;

১৬. দেশি কড়ি কাইট্টা, Indian Roofed Turtle, Pangshura tecta;

১৭. মাঝারি তাঁবু কাইট্টা, Tent Turtle, Pangshura tentoria,

পরিবার: গ. তরুণাস্থি কাছিম (Trionychidae),  

আরো পড়ুন:  বাংলাদেশের বিলুপ্ত পাখি হচ্ছে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া পাখি

১৮. পাহাড়ি তরুণাস্থি কাছিম, Asiatic Softshell Turtle, Amyda cartilaginea

১৯. গঙ্গা তরুণাস্থি কাছিম, Ganges Softshell Turtle, Aspideretes gangeticus;

২০. ধুম তরুণাস্থি কাছিম, Peacock Softshell Turtle, Aspideretes hurum;

২১. বোস্তামি তরুণাস্থি কাছিম, Bostami Turtle, Aspideretes nigricans;

২২. ছোটমাথা এশিয় চিত্রা তরুণাস্থি কাছিম, Narrow-headed Softshell Turtle, Chitra indica;

২৩. সুন্দি তরুণাস্থি কাছিম, Spotted Flapshell Turtle, Lissemys punstata;

২৪. এশিয় জাতা তরুণাস্থি কাছিম, Asian Giant Softshell Turtle, Pelochelys cantorii;

পরিবার: ঘ. সামুদ্রিক কাছিম (Cheloniidae),

২৫. মুগুরমাথা সামুদ্রিক কাছিম, Loggerhead Turtle, Caretta caretta;

২৬. সবুজ সামুদ্রিক কাছিম, Green Turtle, Chelonia mydas;

২৭. বাজঠোঁটি সামুদ্রিক কাছিম, Hawksbill Sea Turtle, Eretmochelys imbricate;

২৮. জলপাইরঙ সামুদ্রিক কাছিম, Olive Ridley Turtle, Lepidochelys olivacea;

পরিবার: ঙ. বড় সামুদ্রিক কাছিম (Dermochelyidae)

২৯. বড় সামুদ্রিক চামট কাছিম, Leatherback Sea Turtle, Dermochelys coriacea.

বাংলাদেশের গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুইয়ের তালিকা

বাংলাদেশে Reptilia শ্রেণিতে Squamata বর্গে ১৭টি গণে ৬টি পরিবারের মোট ৩২টি প্রজাতিকে দেশবাসি গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুই নামে চেনে। বাংলাদেশের Squamata বর্গে ১৭টি গণে ৬টি পরিবারে মোট এরক মের মোট ৩২টি প্রজাতি রয়েছে। এছাড়া বাংলাদেশে Reptilia শ্রেণিতে Squamata বর্গে আরো ৭টি পরিবারে ৪৬টি গণে মোট ৯১টি প্রজাতিকে দেশবাসি সাপ বলে চেনে। এদেশের Reptilia শ্রেণিতে Squamata বর্গে ১৭টি গণে যে ৬টি পরিবারের প্রাণিগুলোকে দেশবাসি গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুই নামে ডাকে সেই ৩২টি প্রজাতির তালিকা নিম্নে প্রদান করা হলোঃ

পরিবার: গিরগিটি, উড়ন্ত টিকটিকি (Agamidae)

গণ: Brachysaura Blyth, 1856

০১. হার্ডউইকের গিরগিটি, Lesser Agama, Brachysaura minor,

গণ: Calotes Couvier,1817 (Rafinesque, 1815?)

০২. বন যুথিয়াল গিরগিটি, Forest Crested Lizard, Calotes emma,

০৩. সবুজ গিরগিটি, Green Garden Lizard, Calotes jerdoni,

০৪. দেশি বাগান গিরগিটি, Garden Lizard, Calotes versicolor,

গণ: উড়ন্ত টিকটিকি Draco Linnaeus, 1758

০৫. ব্লান্ডফোর্ডের উড়ন্ত টিকটিকি, Blandford’s Flying Lizard, Draco blandfordii,

০৬. চিতি উড়ন্ত টিকটিকি, Spotted Flying Lizard, Draco maculatus,

গণ: Ptyctolaemus Peters, 1864

০৭. নীল-গলা গিরগিটি, Blue-throated Lizard, Ptyctolaemus gularis,

পরিবার: তক্ষক-টিকটিকি (Gekkonidae)

গণ: Crytodactylus Gray, 1870

০৮. খাসিয়া তক্ষক, Khasi Hills Bent-toed Gecko, Crytodactylus khasiensis,

গণ: Eublepharis Gray, 1827

০৯. চিতা তক্ষক, Chittagong Leopard Gecko, Eublepharis hardwickii,

গণ: Gekko  Laurenti, 1768

১০. দেশি ঘর তক্ষক, South Asian Giant house Gecko, Gekko gekko,

গণ: Hamidactylus Oken, 1817

১১. পুবদেশি ঘর টিকটিকি, Oriental Leaf-toed Lizard, Hamidactylus bowringii,

১২. চিতি ঘর টিকটিকি, Spotted House Lizard, Hamidactylus brookii,

১৩. বাংলা বড় ঘর টিকটিকি, Bengal House Lizard, Hamidactylus flaviviridis,

১৪. চিতি পাম টিকটিকি, Spotted House Palm Lizard, Hamidactylus frenatus,

১৫. গার্নটের দোলা টিকটিকি, Garnot’s Gecko, Hamidactylus garnotti,

১৬. চওড়া-লেজি টিকটিকি, Flat-tailed Gecko, Hamidactylus platyurus,

পরিবার:  Lacertidae

গণ: Takydromus Daudin, 1802

১৭. লম্বা-লেজি গিরগিটি, Long-tailed Lizard, Takydromus khasiensis,

পরিবার:  অঞ্জন, আচিল Scincidae

গণ: Eutropis Fitzinger, 1843

১৮. বাগান অঞ্জন, Common Skink,  Eutropis carinatus,

১৯. ব্রোঞ্জ ঘাস অঞ্জন, Bronze Grass Skink, Eutropis macularius,

গণ: Lygosoma Hardwicke and Gray, 1827

২০. সাদা চিতি অঞ্জন, White-spotted Supple Skink,  Lygosoma albopunctata,

২১. বাউরিঙ্গা অঞ্জন, Bowring’s Supple Skink,  Lygosoma bowringii,

২২. চটপটানি অঞ্জন, Striped Writhing Skink,  Lygosoma lineolata,

২৩. চিতি অঞ্জন, Spotted Supple Skink, Lygosoma punctata,

গণ: Mabuya Fitzinger, 1826

২৪. দাগী আচিল, Striped Skink, Mabuya dissimilis,  

গণ: Scincella Mittleman, 1950

২৫. হলদে-পেট আচিল, Reeves’s Ground Skink, Scincella reevesii,

গণ: Sphenomorphus Fitzinger, 1843

২৬. হিমালয়ী বন আচিল, Himalayan Litter Skink , Sphenomorphus indicus,

২৭. চিতি বন আচিল, Spotted Litter Skink , Sphenomorphus maculatus,

গণ: Tropidophorus Dumeril and Bibron, 1839

২৮. জলার আচিল, Water Skink, Tropidophorus assamensis,

পরিবার: Anguidae Gray, 1825

গণ: Ophisaurus Daudin, 1803

২৯. ঝিলিক আচিল, Burmese Glass Lizard, Ophisaurus gracilis,

পরিবার: গুই Varanidae, Gray, 1827

আরো পড়ুন:  দেশি বাগান গিরগিটি বাংলাদেশসহ প্রাচ্যের সুপরিচিত গিরগিটি

গণ: Varanus Merrem, 1820

৩০. বাংলা গুই, Bengal Monitor, Varanus bengalensis,

৩১. সোনা গুই, Yellow Monitor, Varanus flavescens,

৩২. রাম গুই, Two-banded Water Monitor, Varanus salvator.

বাংলাদেশের সাপের তালিকা

বাংলাদেশে Reptilia শ্রেণিতে Squamata বর্গে ৭টি পরিবারে ৪৬টি গণে মোট ৯৪টি প্রজাতিকে দেশবাসি সাপ বলে চেনে। বাংলাদেশে Reptilia শ্রেণিতে Squamata বর্গে ৭টি পরিবারে ৪৬টি গণে মোট ৯৪টি প্রজাতির যেগুলোকে দেশবাসি সাপ বলে ডাকে সেই ৯৪টি প্রজাতির পরিবারসহ নামের তালিকা নিম্নে প্রদান করা হলো:  

পরিবার: অন্ধ সাপ Typhlopidae, Merrem, 1820,  এই পরিবারে ২টি গণে ৪টি প্রজাতি

০১. ব্রাহ্মনী দুমুখো সাপ, Bramini Blind Snake, Ramphotyphlops braminus,

০২. ডায়ার্ডের দুমুখো সাপ, Diard’s Blind Snake, Typhlops diardii,

০৩. জার্ডনের দুমুখো সাপ, Jerdon’s Blind Snake, Typhlops jerdoni,

০৪. সুরু দুমুখো সাপ, Slender Worm Snake, Typhlops porrectus,

পরিবার: আঁচিল সাপ Acrochordidae, Bonaparte, 1831, এই পরিবারে ১টি গণে ১টি প্রজাতি

০৫. পশ্চিমা আঁচিল সাপ, Western Wart Snake, Acrochordus granulatus,

পরিবার:  বোয়া  ও পাইথন Boidae, Gray, 1825, এই পরিবারে ২টি গণে ৩টি প্রজাতি

০৬. রুসেলের পাতি বালুবোরা, Russel’s Sand Boa, Gongylophis conicus,

০৭. দেশি অজগর, Indian Rock Python, Python Molirus,

০৮. জালি অজগর, Reticulated Python, Python reticulatus,

পরিবার:  কলুব্রিডি Colubridae, Oppel, 1811, এই পরিবারে ২৫টি গণে ৫৬টি প্রজাতি

০৯. পাতি লাউডগা সাপ, Common Whip Snake, Ahaetulla nasuta,

১০. ছোট-নাক লাউডগা সাপ, Short-nosed Vine Snake, Ahaetulla prasina,

১১. হিমালয়ী ধোরা সাপ, Himalayan Mountain Keelback, Amphiesma platyceps,

১২. সাইবোল্ডের মাইটা সাপ, Siebold’s Keelback, Amphiesma sieboldii,

১৩. দাগি ধোরা সাপ, Striped Keelback, Amphiesma stolata,

১৪. পাহাড়ি মাইট্টা সাপ, Cherrapunji Keelback, Amphiesma xenura,

১৫. ভেনিং-এর মাইট্টা সাপ,  Venning’s Keelback Snake, Amphiesma venningi,

১৬. ব্যান্ডকাটা রেসার সাপ, Banded Racer, Argyrogena fasciolata,

১৭. জলপাইরঙা মাইট্টা সাপ, Olive Keelback Water Snake, Atretium schistosum,

১৮. ব্লাইদের সিলেটি সাপ, Blyth’s reticulated snake, Blythia reticulata

১৯. সবুজ ফণিমনসা, Green Cat Snake, Boiga cyanea,

২০. বাংলার ফণিমনসা, Bengal Cat Snake, Boiga cynodon,

২১. পুবের ফণিমনসা, Eastern Cat Snake, Boiga gokool,

২২. চিত্রিত ফণিমনসা, Large-spotted Cat Snake, Boiga multomaculata,

২৩. খয়েরি ফণিমনসা, Tawny Cat Snake, Boiga ochracea,

২৪. চোখি ফণিমনসা, Eyed Cat Snake, Boiga siamensis,

২৫. পাতি ফণিমনসা, Common Indian Cat Snake, Boiga trigonata,

২৬. কুকুরমুখা নোনা বোরা, Dog-faced Water Snake, Cerberus rynchops,

২৭. কালনাগিনী, Ornate Flying Snake, Chrysopelea ornata,

২৮. পাতি দুধরাজ সাপ, Common Trinket Snake, Coelognathus helenus,

২৯. তামাটেমাথা দুধরাজ সাপ, Copper Head Trinket Snake, Coelognathus radiatus,

৩০. জলপাইরঙা বেত আঁচড়া, Green Bronzeback Tree Snake, Dendrelaphis cyanochloris,

৩১. ব্যান্ড বেত আঁচড়া, Painted Bronzeback Tree Snake, Dendrelaphis pictus,

৩২. পাতি বেত আঁচড়া, Common Bronzeback Tree Snake, Dendrelaphis tristis,

৩৩. দেশি ডিমখোর, Indian Egg-eater, Elachistodon westermanni,

৩৪. দুসুমিরের পাইন্না সাপ, Dussumier’s Smooth Water Snake, Enhydris dussumieri,

৩৫. পাতি পাইন্না সাপ, Common Smooth Water Snake, Enhydris enhydris,

৩৬. সাইবোল্ডের পাইন্না সাপ, Siebold’s Smooth Water Snake, Enhydris sieboldii,

৩৭. কাকড়াভুক পাইন্না সাপ, Crab-eating/White-bellied Water Snake, Fordonia leucobalia,

৩৮. উজ্জ্বল প্যারাবন সাপ, Glossy Marsh Snake, Gerarda prevostiana,

৩৯. মুখোসী পাইন্না সাপ, Masked/Puff-faced Water Snake, Homalopsis buccata,

৪০. ছোট দাগিগলা সাপ, Lesser Stripe-necked Snake, Liopeltis calamaria,

৪১. পাতি ঘরগিন্নি সাপ, Common Wolf Snake, Lycodon aulicus,

৪২. দাগি ঘরগিন্নি সাপ, Banded Wolf Snake, Lycodon fasciatus,

৪৩. হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ, Yellow-speckled wolf Snake, Lycodon jara,

৪৪. জাউয়ের ঘরগিন্নি সাপ, Zaw’s Wolf Snake, Lycodon zawi,

৪৫. সবুজ ধোরা/মাইটা সাপ, Green Keelback Snake, Macropisthodon plumbicolor,

৪৬. পাকড়া উদয় কাল, White-barred Kukri, Oligodon albocinctus,

৪৭. বলয় উদয় কাল, Banded Kukri Snake, Oligodon arnensis,

৪৮. কালো দাগি উদয় কাল, Black-barred Kukri Snake, Oligodon cinereus,

৪৯. ক্যান্টরের উদয় কাল, Cantor’s Kukri Snake, Oligodon cyclurus,

৫০. বাংলার উদয় কাল, Bangalese Kukri Snake, Oligodon dorsalis,

৫১. রাসেলের উদয় কাল, Russell’s Kukri Snake, Oligodon taeniolatis,

৫২. মান্দালয় উদয় কাল, Mandalay Kukri Snake, Oligodon theobaldi,

৫৩. লাল বাঁশ সাপ, Red bamboo snake, Oreocryptophis porphyraceus

৫৪. দার্জিলিং শামুক-খোর, Darjeeling Snail-eater, Pareas macularia,

৫৫. আসামি শামুক-খোর, Assam Snail-eater, Pareas monticola,

৫৬. পাহাড়ি সাপ, Mock Viper, Psammodynastes pulverulentus,

৫৭. ইন্দো-চীনা দাঁড়াশ সাপ, Indo-Chinese Rat Snake, Ptyas korros,

৫৮. দেশি দাঁড়াশ সাপ, Indian Rat Snake, Ptyas mucosa,

৫৯. সবুজ দাঁড়াশ সাপ, Green Rat Snake, Ptyas nigromintata,

৬০. লালগলা সাপ Red-necked keelback, Rhabdophis subminiatus.

৬১. ক্যান্টরের কালোমাথা সাপ, Cantor’s Black-headed Snake, Sibynophis Sagittarius,

৬২. ডুমেরিলের কালোমাথা সাপ, Dumeril’s Black-headed Snake, Sibynophis subpunctatus,

৬৩. গুন্থারের সুরু সাপ, Gunther’s Oriental Slender Snake, Trachischium guntheri,

৬৪. আসামি সুরু সাপ, Assam Oriental Slender Snake, Trachischium monticola,

৬৫. কমলাপেট সুরু সাপ, Orange-bellied Oriental Slender Snake, Trachischium tenuiceps,

৬৬. কালো পেট ধোরা সাপ, Dark-bellied Marsh Snake, Xenochrophis cerasogaster,

৬৭. নক্সী ধোরা সাপ, Checkered Keelback, Xenochrophis piscator,

পরিবার: ইলাপিডি Elapidae, F. Boie, 1827, এই পরিবারে ৫টি গণে ১০টি প্রজাতি

আরো পড়ুন:  নকশি ঢোড়া সাপ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জেনোক্রোফিস গণের একটি প্রজাতি

৬৮. পাতি কাল কেউটে, Common Krait, Bungarus caeruleus,

৬৯. ডোরা কাল কেউটে, Banded Krait, Bungarus fasciatus,

৭০. ছোট কাল কেউটে, Lesser Black Krait, Bungarus lividus,

৭১. কালা কাল কেউটে, Black Krait, Bungarus niger,

৭২. ওয়ালের কাল কেউটে, Wall’s Krait, Bungarus walli,

৭৩. সুরু প্রবাল সাপ, Slender Coral Snake, Calliophis melanurus,

৭৪. পদ্ম গোখরো, Monocellate Cobra, Naja kaouthia,

৭৫. খইয়া গোখরো, Binocellate Cobra, Naja naja,

৭৬. রাজ গোখরো, King Cobra, Ophiophagus hannah,

৭৭. ম্যাক্লেলান্ডের প্রবাল সাপ, Macclelland’s Coral snake, Sinomicrurus macclellandi,

পরিবার: হাইড্রফিডি Hydrophiidae, Boie, 1827, এই পরিবারে ৮টি গণে ১২টি প্রজাতি

৭৮. ডাউডিনের সামুদ্রিক সাপ, Daudin’s Sea Snake, Disteira nigrocincta,

৭৯. বড়শিনাক সামুদ্রিক সাপ, Hook-nosed Sea Snake, Enhydrina schistosa,

৮০. কাল-হলুদ বলয়ে সামুদ্রিক সাপ, Annulated Sea Snake, Hydrophis cyanocinctus,

৮১. ডোরা সামুদ্রিক সাপ, Striped Sea Snake, Hydrophis fasciatus,

৮২. মোহনা সামুদ্রিক সাপ, Estuarine Sea Snake, Hydrophis obscurus,

৮৩. বইঠা টেবি সাপ, Shaw’s/Malabar Sea Snake, Lepemis curtus,

৮৪. হলুদমুখো সামুদ্রিক কেউটে, Yellow-lipped Sea Krait, Laticauda colubrina,

৮৫. কালোবলয়ী সামুদ্রিক কেউটে, Black-banded Sea Krait, Laticauda laticaudata,

৮৬. ক্যান্টরের সরুমাথা সামুদ্রিক সাপ, Cantor’s Narrow-headed Sea Snake, Microcephalophis cantoris,

৮৭. ছোটমাথা সামুদ্রিক সাপ, Narrow-headed Sea Snake, Microcephalophis gracilis,

৮৮. হলুদপেট রঙিলা সাপ, Yellorbelly Sea Snake, Pelamis platurus,

৮৯. মালাক্কা সামুদ্রিক সাপ, Malacca Sea Snake, Polyodontognathus caerulescens,

পরিবার: ভাইপারিডি Viperidae, Oppel, 1811, এই পরিবারে ৩টি গণে ৫টি প্রজাতি।

৯০. রাসেলের চন্দ্রবোড়া, Russell’s Viper, Daboia russellii,

৯১. পাহাড়ি বোরা, Mountain Pit Viper, Ovophis monticola,

৯২. সাদাঠোটি সবুজ বোরা সাপ, White-lipped Tree Viper, Trimeresurus albolabris,

৯৩. দাগিলেজা সবুজ বোরা, Spot-tailed Pit Viper, Trimeresurus erythrurus,

৯৪. পপের লাল ফিতে সবুজ বোরা, Pop’s Pit Viper, Trimeresurus popeiorum, [১]  

তথ্যসূত্র:

১. এখানে প্রদত্ত ৯৪ টি প্রজাতির ভেতরে ১৫ নং প্রজাতি ভেনিং-এর মাইট্টা সাপ, ১৮ নং প্রজাতি ব্লাইদের সিলেটি সাপ, ৫৩ নং প্রজাতি লাল বাঁশ সাপ, ছাড়া বাকি ৯১ টি প্রজাতির তালিকা উদ্ভিদ ও প্রাণি জ্ঞানকোষ ২৫ তম খণ্ড; এশিয়াটিক সোসাইটি, ঢাকা, বাংলাদেশ, প্রথম প্রকাশ, জুন ২০১১ থেকে গৃহীত। ২৫ তম খন্ডে মোট ৯১ প্রজাতির সাপের নাম রয়েছে। এখানকার বাকি ৩টি নতুন আবিষ্কৃত প্রজাতির নাম ইদানিংকালের পত্রিকা ও সাইট থেকে গৃহীত।

এদের মধ্যে ব্লাইদের সিলেটি সাপের খবর প্রচার করে দৈনিক কালের কণ্ঠ, ১৯ জুলাই, ২০১১ তারিখে। ভেনিং-এর মাইট্টা সাপের প্রাপ্তি বাংলাদেশে নিশ্চিত করেন সায়েম ইউ চৌধুরী, সাঙ্গু মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলে। তার তোলা ফটোটি তিনি প্রথমে ফেসবুকে দিলেও পরে তা সরিয়ে ফেলেছেন। এছাড়াও নতুন প্রজাতি পাওয়া গেছে আরো চারটির নাম বিভিন্ন ওয়েবে খবর প্রচারিত হয়েছে যা নামে ক্লিক করলে সে খবরে যেতে পারবেন। এগুলো হলও, ১. বেন্ডেড টিংকেট ২. ইরিডিসেন্ট ও ৩. রঙিলা কেঁচো।

বাংলাদেশের কুমির ও ঘড়িয়ালের তালিকা

সারা দুনিয়ায় কুমির (Crocodylia) বর্গে ৪টি পরিবারে পৃথিবীতে রয়েছে ২৩টি প্রজাতি। উক্ত পরিবার চারটির নাম হচ্ছে যথাক্রমে ১. কুমির (Crocodylidae), ২. ঘড়িয়াল, (Gavialis) ৩. কাইমেন এবং (Caiman) ৪. এলিগেটর (Alligator).

বাংলাদেশে কুমির (Crocodylidae) পরিবারে রয়েছে দুটি প্রজাতি, 

১. মিঠাপানির কুমির, Freshwater Crocodile, Crocodylus palustris ও 

২. লোনা পানির কুমির Saltwater Crocodile, Crocodylus porosus.

ঘড়িয়াল বর্গ ও তার পরিবার: বাংলাদেশে এবং পৃথিবীতে ঘড়িয়াল পরিবারে রয়েছে একটি প্রজাতি যা ঘড়িয়াল নামে পরিচিত।

৩. ঘড়িয়াল, Gharial or Gavial, Gavialis gangeticus.

Leave a Comment

error: Content is protected !!