তাড়াশ উপজেলা, সিরাজগঞ্জ থেকে বিরল প্রজাতির হিমালয়ী শকুন উদ্ধার

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী পশ্চিম পাড়া নজিবুর রহমানের বাড়ি থেকে তাড়াশ উপজেলা প্রসাশনের সক্রিয় সহযোগিতায় শকুনটি উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী বিভাগ।

তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, বুধবার দুপুরে চরকুশাবাড়ি গ্রামের নজিবর রহমানের বাড়ির আঙিনায় হঠাৎ করে বিরল প্রজাতির ওই শকুনটি অসুস্থ অবস্থায় উড়তে না পেরে পড়ে যায়। এসময় নজিবুর রহমান শকুনটিকে ধরে রশি দিয়ে বেঁধে রাখেন এবং খাবার খেতে দেন।

শকুনটির খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন শকুনটি দেখতে সেখানে ভিড় জামায়। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মাঠকর্মীগণ নজিবুর রহমানের বাড়িতে গিয়ে শকুনটি উদ্ধার করেন।

শকুনটি হিমালয়ী গৃধীনি (ইংরেজি: Himalayan griffon vulture) প্রজাতির বিলুপ্তপ্রায় পাখি। রাজশাহীস্থ বন্যপ্রাণী উদ্ধার ও পূনর্বাসন কেন্দ্রে যথাযথ চিকিৎসা দিয়ে শকুনটিকে সুস্থ করার চেষ্টা চলছে।

আরো পড়ুন:  ফেনীর পরশুরাম থেকে ৪০০টি মদনা টিয়া উদ্ধার

Leave a Comment

error: Content is protected !!