ফেনীর পরশুরাম থেকে ৪০০টি মদনা টিয়া উদ্ধার

ফেনীর পরশুরামে রবিবার সকালে অভিযান চালিয়ে ৪০০টি মদনা টিয়া বা Red-breasted parakeet (দ্বিপদ নাম: Psittacula alexandri) উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা ফেনীর পরশুরাম উপজেলার সুপার বাজার এলাকা থেকে ৪০০ মদনা টিয়া উদ্ধার করে।

বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা ফেনীর পরশুরাম উপজেলার সুপার বাজার এলাকায় ভোর ৫টায় অভিযান পরিচালনা করে এবং পাখিগুলোকে উদ্ধার করে। এছাড়াও ইউনিট রাস্তার পাশে পরিত্যক্ত পাখি ধরার ফাঁদ উদ্ধার করে। তিনি আরো জানান পাখিগুলোকে ১৪৫টি সিমেন্টের বস্তায় আটকে রাখা হয়েছিল।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সার্কেলের সংরক্ষণ কর্মকর্তা জাহিদুল কবির এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান,  দুই ঘণ্টা দীর্ঘ এই অভিযানকালে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান বন সংরক্ষক ও পরিচালক উদ্ধারকৃত পাখিগুলোকে সেদিনই প্রকৃতিতে অবমুক্ত করেন।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী, পাখি শিকার ও ক্রয় বিক্রয় হচ্ছে একটি দণ্ডনীয় অপরাধ।

আরো পড়ুন:  বগুড়ার পোড়াদহ থেকে ৭টি বিপন্ন প্রাণী উদ্ধার, দুই জনের কারাদণ্ড

Leave a Comment

error: Content is protected !!