কমলা দাগী ফুলকি দাঁড়া দক্ষিণ এশিয়ার প্রজাপতি

[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner” rounded_corners=”rounded-10″]বৈজ্ঞানিক নাম: Athyma cama Moore, 1857 প্রতিনাম: Pantoporia cama Bingham, 1905; Pantoporia cama Evans, 1932; Athyma_cama Corbet & Pendlebury, 1978. ইংরেজী নাম: orange staff sergeant. স্থানীয় নাম: কমলা দাগী ফুলকি দাঁড়া প্রজাপতি। জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Animalia অবিন্যাসিত: Euarthropoda শ্রেণী: Insecta বর্গ: Lepidoptera পরিবার: Nymphalidae গণ: Athyma প্রজাতি: Athyma cama[/otw_shortcode_info_box]

ফুলকি দাঁড়া, মেয়ে, আলোকচিত্র: Peellden, CC-BY-SA-4.0

ভূমিকা: বাংলাদেশের প্রজাপতির তালিকায় থাকা কমলা দাগী ফুলকি দাঁড়া হচ্ছে নিমফালিডি পরিবারের এথিমা গণের একটি প্রজাপতি।

বিবরণ: কমলা দাগী ফুলকি দাঁড়া প্রজাপতির প্রসারিত ডানার মাপ ৬০-৭৫ মিমি। A. inarina -এর সমান তবে পার্থক্য দেখা যায় নিম্ন ক্ষেত্রে: পুরুষ উপরে, সামনের ডানা cell-streak obscure, ferruginous; শেষের সেলে কোনো সাদা দাগ নেই। পেছনের ডানার বাইরের প্রান্তীয় কান্ড বাঁকা। সামনের ডানার নিচের দিকের cell streak চলমান, উপরের দিক অনিয়মিত। স্ত্রীর সামনের ডানার উপরের দিকের বাইরের discal দাতা ৪টি ছোট এবং বাইরের অংশের দাগ ৫-এর ভেতর যুক্ত, প্রান্তীয় কান্ডের সাথে যুক্ত নয়।

স্বভাব এবং বাসস্থান: এই প্রজাতির লার্ভার খাদ্য উদ্ভিদ জানা যায়নি।

বিস্তৃতি: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের (আগস্ট ২০১০) ২১ তম খণ্ডে এটির বিস্তৃতি বাংলাদেশ, কুমাওন, নেপাল, সিকিম, আসাম, উত্তর মায়ানমার বলে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র:

১. শফিক এইচ চৌধুরী, (আগস্ট ২০০৯)। “আর্থোপোডা: ইনসেক্টা-৩”। আহমাদ, মোনাওয়ার; কবির, হুমায়ুন, সৈয়দ মোহাম্মদ; আহমদ, আবু তৈয়ব আবু। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ২১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৭১। আইএসবিএন 984-30000-0286-0

 

আরো পড়ুন:  কালো রাজা বাংলাদেশ, ভারত, শ্রী লঙ্কা ও মায়ানমারের প্রজাপতি

Leave a Comment

error: Content is protected !!