কালো রাজা বাংলাদেশ, ভারত, শ্রী লঙ্কা ও মায়ানমারের প্রজাপতি

[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner”]বৈজ্ঞানিক নাম: Charaxes fabius fabius (Fabricius) প্রতিনাম: Papilio fabius Fabricius, 1781; Nymphalis fabius Godart, 1823; Charaxes fabius fabius Rothney, 1882; Charaxes solon Varshney, 1994. ইংরেজী নাম: The Black Rajah. স্থানীয় নাম: কালো রাজা প্রজাপতি। জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Animalia অবিন্যাসিত: Euarthropoda শ্রেণী: Insecta বর্গ: Lepidoptera পরিবার: Nymphalidae গণ: Charaxes প্রজাতি: Charaxes fabius fabius [/otw_shortcode_info_box]

ভূমিকা: বাংলাদেশের প্রজাপতির তালিকায় থাকা কালো রাজা হচ্ছে নিমফালিডি পরিবারের চারাক্সেস গণের একটি প্রজাপতি।

বিবরণ: কালো রাজা প্রজাপতির প্রসারিত ডানার মাপ ৭০-৮০ মিমি। উপরের discal কান্ড হলদে সবুজ থেকে ফ্যাকাশে সাদা, সাধারণ তল বেশ গাঢ় বাদামী, discal কান্ড সামনের ডানার চূড়ার কাছে দাগের ভেতর ভেঙে যায়। পেছনের ডানার দুটি সমান লেজ শিরা ২ এবং ৪-এর কাছে, লম্বা স্ত্রীর ক্ষেত্রে, ধারযুক্ত পুরুষে। পেছনের ডানা একটি প্রায় প্রান্তীয় সারিবদ্ধ ছোট lunules এবং একটি প্রান্তীয় সারিবদ্ধ ছোট geminate দাগ বিশিষ্ট।

স্বভাব এবং বাসস্থান: লার্ভার খাদ্য উদ্ভিদ হচ্ছে তেঁতুল (Tamarindus indica) এবং Wagatea spicata.

বিস্তৃতি: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের (আগস্ট ২০১০) ২১ তম খণ্ডে এটির বিস্তৃতি বাংলাদেশ, শ্রীলংকা, দক্ষিণ এবং পূর্ব ভারত এবং মায়ানমার হিসেবে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য: Varshney (1994)-এর মতে এই প্রজাতির নাম fabius গ্রহণযোগ্য নয় এবং এই প্রজাতির নাম হওয়া উচিত C. solon।

তথ্যসূত্র:

১. শফিক এইচ চৌধুরী, (আগস্ট ২০০৯)। “আর্থোপোডা: ইনসেক্টা-৩”। আহমাদ, মোনাওয়ার; কবির, হুমায়ুন, সৈয়দ মোহাম্মদ; আহমদ, আবু তৈয়ব আবু। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ২১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৭৩-৭৪। আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  নয়ান বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং চীনের প্রজাপতি

Leave a Comment

error: Content is protected !!