বৈজ্ঞানিক নাম: Calotes versicolor (Daudin, 1802)
সমনাম: Agama versicolor Daudin, 1802, Agama tiedmanni Kuhl, 1820, Calotes versicolor Fitzinger, 1826.
বাংলা নাম: দেশি বাগান গিরগিটি,
ইংরেজি নাম: Oriental Garden Lizerd.
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
বিভাগ: Chordata
শ্রেণী: Reptilia
বর্গ: Squamata.
উপবর্গ: Iguania
পরিবার: Agamidae
গণ: Calotes
প্রজাতি: Calotes versicolor (Daudin, 1802)
পরিচিতি: দেশি বাগান গিরগিটি, (ইংরেজি: Oriental Garden Lizerd) যাদের বৈজ্ঞানিক নাম Calotes versicolor হচ্ছে অতি সুপরিচিত সরীসৃপ। তুণ্ড থেকে পায়ুর দৈর্ঘ্য ১২সেমি, লেজের দৈর্ঘ্য ৩২ সেমি।
স্বভাব: দেশি বাগান গিরগিটি বনাঞ্চলের চারপাশের এলাকায় ঝোঁপে ও গ্রামাঞ্চলের খোলা এলাকায় বাস করে। এছড়াও শহরের উদ্যান ও বাগানে পাওয়া যায়। এরা দিনের বেলায় বিচরণ করে এবং গেছো স্বভাবের। এরা উত্তেজিত হলে গাছে চড়ে এবং লাফিয়ে এক ডাল থেকে অন্য ডালে যায়। জলাভূমি, মাঠ ওলোকালয়ে বিচরণ করে; সচরাচর একা, জোড়ায় বা ছোট দলে থাকে।
বিস্তৃতি: দেশি বাগান গিরগিটি বাংলাদেশের সর্বত্র বিস্তৃত। এছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা, মায়ানমার এবং সুমাত্রা থেকে চিনের দক্ষিণ অংশ পর্যন্ত বিস্তৃত।
অবস্থা: দেশিবাগান গিরগিটিবিশ্বেওবাংলাদেশেবিপদমুক্তবলেবিবেচিত, তবে বাংলাদেশের কিছু মানুষ কুসংস্কারবশত এটিকে হত্যা করে।
বাস্তুতান্ত্রিক ভূমিকা: এই প্রজাতির গিরগিটি ফসলের, বাগানের ও বন-জংগলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ছবির ইতিহাস: এখানে ব্যবহৃত ছবিটি ময়্মনসিংহ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ১২ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে তোলা।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।