ক্রোকডাইলুস ক্রোকডাইলিডি পরিবারের সরীসৃপের একটি গণের নাম

সরীসৃপের গণ

ক্রোকডাইলুস

গণের বৈজ্ঞানিক নাম: Crocodylus Laurenti, 1768
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia বিভাগ: Chordata অবিন্যাসিত: Reptilia বর্গ: Crocodilia পরিবার: Crocodylidae গণ: Crocodylus

ভুমিকা: ক্রোকডাইলুস ক্রোকডাইলিডি পরিবারের সরীসৃপের একটি গণের নাম। এই গণে প্রাণীরা মাংসাশী শিকারি হয়। এদের লেজ পেশীবহুল। এই গণের কুমির প্রজাতিটি অন্তর্গত। এই গণে ১৩টি প্রজাতি আছে। তবে বাংলাদেশে পাওয়া যায় দুটি প্রজাতি একটি মিঠা পানির কুমির অন্যটি নোনা পানির কুমির।

বিবরণ: তুভ বেশি লম্বাটে নয় এবং মাঝারি প্রশস্ত; নাসিকা প্রিম্যাক্রিলার সংস্পর্শে অবস্থিত এবং বাহ্যিক নাসিকা রুদ্ধ পর্যন্ত প্রসারিত, চোয়ালের প্রতিপার্শ্বে ম্যাক্রিলারী দাঁতের সংখ্যা ১৬ থেকে ১৯টি এবং ম্যান্ডিবুলার দাঁতের ১৪ থেকে ১৫টি; ৪র্থ বা ৫ম ম্যাক্রিলারী দাঁত সবচেয়ে বড় ম্যান্ডিবলের উপরের চোয়ালের ঢুকানো থাকে। Splenial অস্থি ম্যান্ডিবল symphysis এর সাথে যুক্ত নয় এবং কখনো ৪র্থ বা ৫ম দাঁতের পিছনে প্রসারিত নয় । পৃষ্ঠীয় বর্ষ ৪ থেকে ৮টি সারিতে সাজানো থাকে। ম্যান্ডিবুলার symphysis, মাঝারি লম্বা এবং সুস্পষ্ট (Sharma, 1998)।

তথ্যসূত্র:   

১. সুপ্রিয় চাকমা (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: উভচর প্রাণী ও সরীসৃপ, খণ্ড: ২৫ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১৯৫।

আরো পড়ুন:  টিয়াস হচ্ছে কলুব্রিডি পরিবারের সাপের একটি গণের নাম

Leave a Comment

error: Content is protected !!