সংখ্যা বৃদ্ধির জন্য ঘড়িয়ালদের বিনিময় করছে বাংলাদেশ চিড়িয়াখানা

বাংলাদেশের চিড়িয়াখানায় কয়েকটি বন্দি ঘড়িয়াল (Gavialis gangeticus) আছে, কিন্তু কোনো জোড়া প্রজাতি নেই। এ কারণে তারা বংশবৃদ্ধিতে ব্যর্থ হয়েছে। ঘড়িয়াল প্রজাতির দ্রুত হ্রাসের প্রেক্ষাপটে, বাংলাদেশের চিড়িয়াখানাগুলির মধ্যে বন্দি ঘড়িয়ালগুলোর বিনিময়ের একটি উদ্যোগ নেওয়া হয়েছে, মিঠা পানির বিপন্ন এই সরীসৃপের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে।

জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে উদ্ধৃত করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেসন অব নেচার (আইইউসিএন) বাংলাদেশের প্রধান তদন্তকারী এবিএম সারোয়ার আলম বলেন, চিড়িয়াখানার বন্দি ঘড়িয়ালগুলোর মধ্যে এক সাথে ছেলে ও মেয়ে ঘড়িয়াল না থাকার কারণে তারা বংশ বিস্তার করতে পারে না।

বাংলাদেশ বন বিভাগের সহায়তায় ঢাকায় জাতীয় চিড়িয়াখানার একটি ছেলে ঘড়িয়ালকে রাজশাহী চিড়িয়াখানায় ১৩ আগস্ট ২০১৭ তারিখে একটি ঘড়িয়ালদের বিনিময় কর্মসূচির আওতায় প্রথমবারের মতো মুক্তি পাবে কারণ সেখানে কোন ছেলে ঘড়িয়ালের বাড়ি নেই, এই তথ্য জানান জনাব সারোয়ার।

২০১৬ সালে, আইইউসিএন বাংলাদেশ এবং বাংলাদেশ বন বিভাগ যৌথভাবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, রাজশাহী চিড়িয়াখানা, রংপুর চিড়িয়াখানা এবং গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের একটি জরিপ পরিচালনা করে যাতে দেশটিতে বন্দী ঘড়িয়ালের সংখ্যা ও অবস্থা যাচাই করা হয়।

জরিপে দেখা যায় যে ১৯৮৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জেলেদের জালে আটকে পড়া থেকে উদ্ধার করা চারটি প্রাপ্তবয়স্ক ছেলে ঘড়িয়াল বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় আছে এবং তারা সুস্থ অবস্থায় আছে, তবে কোনও মেয়ে ঘড়িয়াল না থাকার কারণে কোনো প্রজনন সুবিধা নেই। রাজশাহী চিড়িয়াখানায় তিনটি প্রাপ্তবয়স্ক মেয়ে ঘড়িয়াল পাওয়া গেছে। চিড়িয়াখানার ঘড়িয়ালদের ঘের একটি বৃত্তাকার কেন্দ্র, কেন্দ্রটি একটি ছোট দ্বীপের মতো। একটি মৃদু ঢালু জায়গার অভাবের কারণে ঘড়িয়ালদের রোদ পোহানোর সমস্যা ছিল।

উপরন্তু, চারটি প্রাপ্তবয়স্ক নারী প্রজাতির ঘড়িয়াল রংপুর চিড়িয়াখানায় রাখা হয়, কিন্তু জায়গাটি অন্য চিড়িয়াখানাগুলোর  তুলনায় তুলনামূলকভাবে ছোট। চিড়িয়াখানায় ঘড়িয়ালগুলির রোদ পোহানোর এবং বাসা বানানোর সুবিধাগুলি ছিল অবহেলিত। জরিপ অনুযায়ী, গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১৫ সেন্টিমিটার একটি অল্পবয়স্ক ছেলে ঘড়িয়াল পাওয়া যায়। সাফারি পার্কের পশুপালনের অবস্থা খুব দরিদ্র বলে মনে হচ্ছিল এবং ঘড়িয়ালটিকে একটি ছোট পুকুরে হাজারখানেক কচ্ছপের সাথে রাখা হয়েছিল।

আরো পড়ুন:  নওগাঁ জেলার মান্দা থেকে বাংলা‌দেশ হতে বিলুপ্ত ঘো‌ষিত নীলগাই আটক

ঘড়িয়ালের সংখ্যার দ্রুত কমে যাবার কারণে, বাংলাদেশের চিড়িয়াখানাগুলোর মধ্যে ঘড়িয়াল বিনিময়ের উদ্যোগ নেয়া হয় যাতে এই বিপন্ন প্রাণীটি বন্দি অবস্থায় প্রজনন করতে পারে। সরোয়ার আলম বলেন, জাতীয় চিড়িয়াখানা, রাজশাহী চিড়িয়াখানা, রংপুর চিড়িয়াখানা এবং বঙ্গবন্ধু সাফারি পার্কের মধ্যে ঘড়িগুলি বিনিময় করা হবে, যাতে তারা তাদের জোড়া তৈরি করতে পারে এবং প্রজননের সুবিধা দিতে পারে। ‘সব চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাই করতে সম্মত হয়েছে। রাজশাহী চিড়িয়াখানায় আমরা ইতিমধ্যেই একটি ঘড়িয়ালের প্রজনন ক্ষেত্র প্রস্তুত করেছি’, তিনি বলেন।

আইইউসিএন-এর মতে, দুনিয়া জুড়ে বন্য অবস্থায় মাত্র ২০০ ঘড়িয়াল আছে। ২০১৫ সালে এটিকে বাংলাদেশের একটি মহাবিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। ‘আমরা বাংলাদেশের প্রকৃতিতে ঘড়িয়ালের কোনও প্রজননক্ষম জোড়া খুঁজে পাচ্ছি না, তবে প্রতিবছর পদ্মা ও যমুনা নদীতে পাঁচ থেকে দশটির অপ্রাপ্তবয়স্ক শিশু দেখা যায় জেলেদের জালে আটকা পড়ে,’ বলেছেন সারোয়ার।

ঘড়িয়াল তদন্তকারী বলেন যে, ঘড়িয়াল বিনিময় কর্মসূচি সফল হলে পদ্মা ও যমুনা নদীগুলির কয়েকটি নির্বাচনী হটস্পটগুলিতে ঘড়িয়াল সংখ্যার বৃদ্ধি উদ্দেশ্যে এই মিঠাপানির সরীসৃপটি অবমুক্ত করা হবে। ঘড়িয়াল হলো একটি অনন্য বড় দেহের কুমির প্রজাতি যা তা তাদের নাকের উপরে দীর্ঘ এবং সরু ঢিবি দ্বারা চিহ্নিত। বিশেষজ্ঞদের মতে, ঘড়িগুলি বেশিরভাগই গভীর এবং দ্রুত প্রবাহমান নদীতে বাস করে এবং প্রধানত মাছ খেয়ে বেঁচে থাকে। তারা নদীগর্ভ থেকে পানির পৃষ্ঠ পর্যন্ত পুষ্টির বিতরণ করে, মাছ খেয়ে মাছের সংখ্যার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং জলীয় পরিবেশ ব্যবস্থা বজায় রাখতে সাহায্য করে।

খবরটি এই লিংক থেকে পাওয়া।

Leave a Comment

error: Content is protected !!